[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বন্যার তাণ্ডব: পূর্বাঞ্চলে ১৪ হাজার ৪২১ কোটি টাকার ক্ষতি

প্রকাশঃ
অ+ অ-

সিপিডি কার্যালয়ে রোববার সংবাদ সম্মেলনে গত আগস্টে পূর্বাঞ্চলে বন্যা নিয়ে তথ্য জানানো হয় | ছবি: পদ্মা ট্রিবিউন 

নিজস্ব প্রতিবেদক: আগস্ট মাসের মাঝামাঝিতে পূর্বাঞ্চলের বন্যায় ১১ জেলায় ১৪ হাজার ৪২১ কোটি ৪৬ লাখ টাকা (প্রায় ১.২০ বিলিয়ন ডলার) ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে নোয়াখালী জেলায়, যেখানে বেসরকারি খাতের ক্ষতি সরকারি খাতের তুলনায় বেশি।

আজ রোববার রাজধানীর ধানমন্ডিতে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) 'পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতি ও পুনর্বাসন প্রক্রিয়া: সিপিডির বিশ্লেষণ' শীর্ষক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়। সিপিডির প্রতিবেদনে উল্লেখ করা হয়, পূর্বাঞ্চলের মোট ক্ষতির ৫৩ শতাংশ বেসরকারি খাতে এবং ৪৭ শতাংশ সরকারি খাতে হয়েছে।

নোয়াখালীতে সবচেয়ে বেশি ২৯.০৭ শতাংশ ক্ষতি, এরপর কুমিল্লায় ২৩.৫১ শতাংশ, ফেনীতে ১৮.৬১ শতাংশ এবং চট্টগ্রামে ১১.৬৩ শতাংশ ক্ষতি হয়েছে। এছাড়াও, নোয়াখালী, কুমিল্লা ও ফেনীতে ক্ষতির অসামঞ্জস্যতা লক্ষ্য করা গেছে।c

দেশের পূর্বাঞ্চলে বন্যায় আনুমানিক ১৪ হাজার ৪২১ কোটি ৪৬ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) | ফাইল ছবি

গবেষণায় দেখা গেছে, এই ক্ষতির পরিমাণ ২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেটের ১.৮১ শতাংশ। জিডিপির দিক থেকে, এটি ২০২৩-২৪ অর্থবছরের খসড়া জিডিপির ০.২৯ শতাংশ এবং ২০২৪-২৫ অর্থবছরের জন্য অনুমিত জিডিপির ০.২৬ শতাংশ।

২০২৪ সালের ১৯ আগস্ট শুরু হওয়া এই বন্যা ভারী বৃষ্টি এবং উজান থেকে আসা পানির প্রবাহের ফলে ঘটে। সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, খাগড়াছড়ি, কক্সবাজার, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, লক্ষ্মীপুর এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার ক্ষয়ক্ষতি সিপিডি নিরূপণ করেছে।

এ বন্যায় কৃষি ও বন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ক্ষতির পরিমাণ ৫ হাজার ১৬৯ কোটি ৭১ লাখ টাকা (মোট ক্ষতির ৩৫.৮৫ শতাংশ)। অবকাঠামো খাতে ক্ষতি হয়েছে ৪ হাজার ৬৫৩ কোটি ৯২ লাখ টাকা (৩২.২৭ শতাংশ) এবং আবাসন খাতে ২ হাজার ৪০৭ কোটি ৩১ লাখ টাকা (১৬.৬৯ শতাংশ) ক্ষতি হয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন