[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

হলে শৃঙ্খলা ফেরাতে সর্বশক্তি প্রয়োগ করব: তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনিযুক্ত উপাচার্য

প্রকাশঃ
অ+ অ-

অধ্যাপক সালেহ্ হাসান নকীব | ছবি: সংগৃহীত

প্রতিনিধি রাজশাহী বিশ্ববিদ্যালয়: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য সালেহ্ হাসান নকীব বলেছেন, ‘আমার একটা অঙ্গীকার হচ্ছে, আমি হলগুলোকে সম্পূর্ণরূপে সন্ত্রাসমুক্ত করে ছাড়ব। এ জায়গায় আমি কাউকে ন্যূনতম ছাড় দেব না। হলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সর্বশক্তি প্রয়োগ করব।’

বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে সাতটায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনে উপাচার্য কার্যালয়ে যোগদানের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

পদার্থবিজ্ঞান বিভাগের এই অধ্যাপক বলেন, ‘হলে এত দিন যা চলেছে, তা একেবারেই অতীত ইতিহাস। এখন থেকে হলে একটি ছাত্রও পেশিশক্তির চর্চা করতে পারবে না। একটি ছাত্রও আসন নিয়ে কোনো ধরনের বাণিজ্য করতে পারবে না। যাঁরা বৈধ আসনের দাবিদার, শুধু তাঁরাই হলে থাকবেন।’

ক্লাস চালুর ব্যাপারে নবনিযুক্ত উপাচার্য বলেন, ‘শিক্ষার্থীদের মূল যে কাজ, লেখাপড়া ও ক্লাসরুমে ফিরে যাওয়া, সেটা অনেক দিন ধরে বন্ধ আছে। দেশে এ ধরনের একটা গণ–অভ্যুত্থানের পর এটা অস্বাভাবিক ঘটনা নয়। শিক্ষকেরা ক্লাসরুম থেকে কিছুটা দূরে সরে যাওয়ায় আমাদের বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ক্লাস হচ্ছে না। তবে একজন শিক্ষক হিসেবে আমার চাওয়া থাকবে, যত দ্রুত সম্ভব শিক্ষা কার্যক্রম চালু করা। আর সেই ব্যাপারে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ আমি কামনা করছি।’

মানসম্পন্ন গবেষণার পবিবেশ সৃষ্টি করার লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন সালেহ্ হাসান নকীব। তিনি বলেন, ‘শিক্ষকদের প্রধান কাজ পঠনপাঠন, জ্ঞান অন্বেষণ ও গবেষণা করা। তবে আমাদের বিশ্ববিদ্যালয়ে গবেষণার ক্ষেত্রটি দীর্ঘদিন ধরে অবহেলিত হয়ে আসছে। গবেষকেরা যেন উচ্চ মানসম্পন্ন গবেষণা করতে পারেন, আমি সেই পরিবেশ সৃষ্টি করতে চাই।’

এর আগে বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২৫তম উপাচার্য হিসেবে নিয়োগ পান বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সালেহ্ হাসান নকীব। রাষ্ট্রপতির আদেশে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পাঁচটি শর্তে উপাচার্য পদে তাঁকে সাময়িকভাবে নিয়োগ দেওয়া হয়। পরে সন্ধ্যা ছয়টার দিকে বিশ্ববিদ্যালয়ে তিনি যোগদান করেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন