[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

পিটিয়ে হত্যার ঘটনায় উদ্বেগ জানিয়েছে সিপিবি–বাসদের বাম জোট

প্রকাশঃ
অ+ অ-

বাম গণতান্ত্রিক জোট | ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে হত্যা, কবর ভাঙা, বিভিন্ন স্থানে মাজারে হামলাসহ উচ্ছৃঙ্খল হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সিপিবি–বাসদের বাম গণতান্ত্রিক জোট।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনের মৈত্রী মিলনায়তনে বাম গণতান্ত্রিক জোটের এক সভা থেকে এই উদ্বেগ জানানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে হত্যার ঘটনার তীব্র নিন্দাও জানান এই জোটের নেতারা।

বাম গণতান্ত্রিক জোটের সভায় সেনাবাহিনীকে মেজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার সমালোচনা করে নেতারা বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ে দেশের মানুষ জীবন দিয়েছে একটি গণতান্ত্রিক সমাজের আশায়। কিন্তু দুর্নীতি, দুঃশাসন, দমন–পীড়ন ও লুটপাটের ব্যবস্থার পরিবর্তন না করলে শুধু ব্যক্তির পরিবর্তনে গণমানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে না।

বাম গণতান্ত্রিক জোট মনে করে, দুর্নীতি, দুঃশাসন, দমন–পীড়ন ও লুটপাটের ব্যবস্থার পরিবর্তন না করে শুধু ব্যক্তির পরিবর্তনে গণমানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে না।

বাম গণতান্ত্রিক জোটের নেতারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানিয়ে বলেন, সিন্ডিকেটের হোতাদের গ্রেপ্তার করুন। বাজারে অস্থিরতা নিয়ন্ত্রণ করুন। উন্মাদনা ও উন্মত্ততা রুখে দাঁড়ান। সারা দেশে হামলা, দখল ও মব জাস্টিসের নামে হত্যার জন্য দায়ীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান তাঁরা।

বাম গণতান্ত্রিক জোটের ভারপ্রাপ্ত সমন্বয়ক রাজেকুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জোটের নেতা রুহিন হোসেন, ইকবাল কবীর, মাসুদ রানা, মোশরেফা মিশু, আবদুল আলী প্রমুখ।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন