[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

গাজীপুরে বেতনের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

প্রকাশঃ
অ+ অ-

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন একটি পোশাক কারাখানার শ্রমিকেরা। বুধবার বেলা ১১টার দিকে গাজীপুর নগরের ছয়দানা হাজীপুর পুকুর এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি গাজীপুর: গাজীপুরে এক মাসের বকেয়া বেতনের দাবিতে একটি কারখানার শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। আজ বেলা ১১টার দিকে নগরের ছয়দানা হাজীপুর পুকুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন তাঁরা। এ সময় মহাসড়কের দুই পাশের যানবাহন চলাচল বন্ধ হয়ে ভোগান্তির মধ্যে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।

গাজীপুর শিল্প পুলিশ ও কারখানার শ্রমিক সূত্রে জানা যায়, নগরের ছয়দানা এলাকায় ফুল এভার বিডি লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকেরা ১০ সেপ্টেম্বর এক মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেন। তাঁদের বিক্ষোভের মধ্যে কারখানা কর্তৃপক্ষ বেতন পরিশোধ না করে ১২ সেপ্টেম্বর কারখানাটি বন্ধ ঘোষণা করে। গত সোমবার গাজীপুরে প্রায় সব কারখানার সমস্যা সমাধান হলেও ওই কারখানার শ্রমিকেরা এখন পর্যন্ত বেতন–ভাতা পাননি। তাই বেতনের দাবিতে আজ অর্ধশতাধিক শ্রমিক কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এরই মধ্যে বৃষ্টি শুরু হলেও শ্রমিকদের মহাসড়কে ছাতা নিয়ে অবস্থান করতে দেখা যায়।

কারখানাটির শ্রমিক হাজেরা বেগম বলেন, আগস্ট মাসের বেতন পাননি, আবার চলতি মাসের ২৫ তারিখ হয়ে গেছে। বেতন না পেয়ে খুবই মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। দোকানে বাকি খেয়েছেন, সেই টাকাও দিতে পারছেন না। ঘরভাড়াও দিতে পারছেন না। তাই বাধ্য হয়ে বেতনের দাবিতে সড়কে নেমে এসেছেন।

অপর শ্রমিক কায়সারুল ইসলাম বলেন, আশপাশের সব কারখানায় বেতন দেওয়া হলেও তাঁদের কারখানার শ্রমিকদের বেতন দেওয়া হচ্ছে না। তাই বাধ্য হয়েই রাস্তায় নেমেছেন।

গাজীপুর শিল্পাঞ্চল-২–এর টঙ্গী জোনের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন বলেন, গাজীপুরে আজ ১৪টি কারখানা বন্ধ রয়েছে। এর মধ্যে ছয়দানা এলাকায় ফুল এভার বিডি লিমিটেড একটি। কারখানাটির শ্রমিকেরা এক মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করেছেন। তাঁদের বুঝিয়ে রাস্তা থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন