ঈশ্বরদীতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ট্রাক, নারী পথচারীর মৃত্যু
প্রকাশঃ
![]() |
ক্ষতিগ্রস্ত ট্রাক। সোমবার সকালে পাকশী ইউনিয়নের রূপপুর মোড় এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন |
প্রতিনিধি ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় রিতা খাতুন (৩৮) নামে এক নারী নিহত হয়েছেন।
সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর মোড়ে এ ঘটনা ঘটে। নিহত নারী উপজেলার লক্ষিকুন্ডা ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের মহিদুল ইসলাম মন্টুর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, লালন শাহ সেতু থেকে বেপরোয়া গতির একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়ক বিভাজকের ওপরে উঠিয়ে দেন। তখন সেখানে গাড়ির জন্য অপেক্ষায় থাকা রিতা ট্রাকের নিচে চাপা পড়েন। রক্তাক্ত অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, 'ট্রাকটিকে জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।'
একটি মন্তব্য পোস্ট করুন