[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

নাটোরে বৈষম্যবিরোধী ছাত্রদের দুই পক্ষে হাতাহাতি-ভাঙচুর, আহত ১

প্রকাশঃ
অ+ অ-

নাটোরে বৈষম্যবিরোধী ছাত্রদের দুই পক্ষে হাতাহাতি | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি নাটোর: নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীদের সঙ্গে কেন্দ্রীয় সমন্বয়কদের মতবিনিময়কালে শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বুধবার দুপুর ১২টার দিকে জেলা শহরের অনিমা চৌধুরী অডিটরিয়ামে এই ঘটনা ঘটে। এ সময় মঞ্চ ভাঙচুর করা হয়।

এ সময় কেন্দ্রীয় সমন্বয়ক মো. মাহিন সরকার, কুররাতুল আইন কানিজ, ইফতেখার আলম, ফয়সাল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। এ ঘটনায় একজন আহত হয়েছেন। তবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি। আজ বিকেলে এন এস কলেজ মাঠে ডাকা বৈষম্যবিরোধী ছাত্রদের সমাবেশস্থল ঘিরে রেখেছে পুলিশ।

আয়োজক সূত্রে জানা গেছে, অনিমা চৌধুরী অডিটরিয়ামে ছাত্র আন্দোলনে নাটোরে নিহত শিক্ষার্থীদের পরিবারের সঙ্গে সাক্ষাতের পর আলোচনা শুরু হলে অন্য শিক্ষার্থীদের আরেকটি পক্ষ সেখানে ঢুকে পড়ে। এরপর সবাইকে চেয়ারে বসতে বলা হলে উল্টো আয়োজকদের সঙ্গে ক্ষোভ দেখায় তারা। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। এ সময় ঢাকার সমন্বয়কেরা সবাইকে শান্ত হওয়ার আহ্বান জানিয়েও ব্যর্থ হন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তবে শিক্ষার্থীদের একটি পক্ষের দাবি, যারা প্রকৃতপক্ষে নাটোরের আন্দোলনে আহত হয়েছে, আজকের আয়োজনে তাদের না রাখায় ক্ষিপ্ত হন শিক্ষার্থীরা। ফলে এমন পরিস্থিতির সৃষ্টি হয়। তাঁরা ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে নাটোরের কয়েকজন ছাত্রের বিরুদ্ধে চাঁদাবাজি ও অনৈতিক সুবিধা নেওয়ার প্রতিবাদও করেন।

ছাত্রদের হাতাহাতির খবর পেয়ে উপস্থিত হন পুলিশ ও সেনাসদস্যরা | ছবি: পদ্মা ট্রিবিউন

শুরুতে ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া শিশির মাহমুদ বলেন, ছাত্রদল ও ছাত্রলীগের ছেলেরা একযোগে ঢুকে বিশৃঙ্খলা করেছে।

বৈষম্যবিরোধী ছাত্রদের অনুষ্ঠানে মঞ্চ ভাঙচুর | ছবি: পদ্মা ট্রিবিউন

এ ব্যাপারে বক্তব্য জানতে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিনকে ফোন করা হলে তিনি রিসিভ করেননি।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন