[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

‘শিল্পকলা একাডেমিকে দুর্নীতিমুক্ত হিসেবে গড়ে তোলা হবে’

প্রকাশঃ
অ+ অ-

বুধবার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে প্রথম মতবিনিময় করেন সৈয়দ জামিল আহমেদ | ছবি: পদ্মা ট্রিবিউন

বিনোদন প্রতিবেদক: বাংলাদেশ শিল্পকলা একাডেমিকে আর্থিকভাবে সক্ষম ও স্বয়ংসম্পূর্ণ করতে সংস্কৃতি খাতে দেশের জিডিপির কমপক্ষে ৩ শতাংশ সরকারি বরাদ্দ দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির নবনিযুক্ত মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ।

বুধবার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে প্রথম মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন সৈয়দ জামিল আহমেদ। অনুষ্ঠানে সাংবাদিকদের কাছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির বিভিন্ন কর্মপরিকল্পনা ও রূপরেখা তুলে ধরেন নবনিযুক্ত মহাপরিচালক।

সৈয়দ জামিল আহমেদ বলেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমিকে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক হিসেবে গড়ে তোলা হবে, আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে ব্যয় বিভাজন ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে শুরুতেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বাংলাদেশ শিল্পকলা একাডেমি সংস্কার, পরিচালন-নীতি, আইন-প্রবিধানমালা বিষয়ে করণীয় নিয়ে তাঁর পরিকল্পনা তুলে ধরেন।
সৈয়দ জামিল আহমেদ আরও বলেন, সংস্কৃতি কেবল আনন্দ-বিনোদনের ক্ষেত্র নয়, এটি একটি নান্দনিক উপস্থাপনা, যার মাধ্যমে কোনো জাতির জীবনীশক্তির প্রতিফলন ঘটে।

মহাপরিচালক বলেন, ‘একক জাতি, রাষ্ট্র ও মতাদর্শভিত্তিক সাংস্কৃতিক চর্চাকে একাডেমি সর্বদা “না” বলবে। বরং বহু জাতি, বহু ভাষা, বহু ধর্ম, বহু ভাবাদর্শভিত্তিক সৃষ্টি-সৌন্দর্য-আনন্দের এক সংলাপাত্মক জনগণতান্ত্রিক শিল্প-পরিসর রূপে গড়ে উঠবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।’

পরে সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে সৈয়দ জামিল আহমেদ বলেন, ‘রাজধানী–কেন্দ্রিকতা শুধু নয়, জেলা শিল্পকলা একাডেমিগুলোকেও সক্রিয় করে কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্টসহ বেশ কিছু পদ সৃজন করা হবে।’

স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যেমে একাডেমি–সংক্রান্ত কাঠামো ও অবকাঠামোগত কাজগুলো এগিয়ে নেওয়ার কথা জানান তিনি।

এ ছাড়া একাডেমিকে গবেষণা ও চর্চায় সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে এগিয়ে নিতে তথ্য ও পরামর্শ প্রদানের মাধ্যমে সব গ‍ণমাধ্যমকে সহযোগিতা করার আহ্বান জানান মহাপরিচালক।

অনুষ্ঠানে একাডেমির কর্মকর্তা ও অন্যরা উপস্থিত ছিলেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন