[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

টানা বৃষ্টি শেষে সূর্যের দেখা

প্রকাশঃ
অ+ অ-

রাজধানীসহ দেশের অনেক এলাকায় আজ শনিবার সকাল থেকে সূর্যের দেখা মিলেছে | ছবি: পদ্মা ট্রিবিউন

নিজস্ব প্রতিবেদক:  টানা কয়েক দিন বৃষ্টির পর রাজধানীসহ দেশের অনেক এলাকায় আজ শনিবার সকাল থেকে সূর্যের দেখা মিলেছে। যদিও ঢাকার আকাশে মাঝেমধ্যে মেঘের আনাগোনা চলছে। দুপুরে একপশলা বৃষ্টিও ঝরেছে।

আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক বলেছেন, দেশের উত্তরাঞ্চল, বিশেষ করে রংপুর বিভাগে আজ ও আগামী দুদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এ ছাড়া রাজশাহী, ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগে হালকা বৃষ্টি হতে পারে। আগামী ১ অক্টোবর থেকে আবার সারা দেশে বৃষ্টি  বাড়তে পারে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা।

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে গত সোমবার রাত থেকে বৃষ্টি শুরু হয়। বৃহস্পতিবার পর্যন্ত দেশের বেশির ভাগ এলাকায় প্রায় টানা বৃষ্টি হয়েছে। গতকাল শুক্রবারও থেমে থেমে বৃষ্টি হয়।  

বৃষ্টি কমে যাওয়ায় দেশজুড়ে তাপমাত্রা কিছুটা বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ওমর ফারুক।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন