[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

‘মানুষের কৌতূহলের কারণে’ ফের মাপা হলো পদ্মার পানি

প্রকাশঃ
অ+ অ-

ফারাক্কা ব্যারেজ খোলার খবর পাওয়ার পর পর রাজশাহীর পদ্মা নদীর তীরে ভীড় করছেন উৎসুক জনতা। গতকাল সন্ধ্যায় তোলা | ছবি: পদ্মা ট্রিবিউন

নিজস্ব প্রতিবেদক: ভারতের পশ্চিমবঙ্গে ফারাক্কা ব্যারাজের গেট খুলে দেওয়ার পর রাজশাহীতে পদ্মা নদীর পানি বাড়েনি। গত সোমবার বেলা ৩টা থেকে আজ বুধবার সকাল ৯টা পর্যন্ত পানির উচ্চতা একই জায়গায় স্থির আছে।

রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্যমতে, গত সোমবার বেলা তিনটায় পদ্মা নদীর রাজশাহী পয়েন্টে পানির উচ্চতা ছিল ১৬ দশমিক ৩০ মিটার। আজ সকাল ৯টায় সেখানে একই উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে। অঞ্চলটিতে পানির বিপৎসীমা ১৮ মিটার। ফলে পদ্মার পানি বিপৎসীমার ১ দশমিক ৭০ মিটার নিচে আছে।

ফারাক্কা ব্যারাজের ছেড়ে দেওয়া পানি ভারতের মুর্শিদাবাদ ও পাটনায় প্লাবিত হওয়ার পর রাজশাহীতে নেমে আসবে জানিয়ে পাউবোর এক কর্মকর্তা বলেন, বিহারে বন্যা হয়েছে। এখন যদি নেপালি ঢলের পানি আসে; তবেই বিপৎসীমা অতিক্রম করতে পারে। এ ছাড়া পানি নিয়ে আর আশঙ্কার কোনো কারণ নেই।

ভারতের বিহারের গঙ্গায় পানির স্তর অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় অবস্থিত ফারাক্কা ব্যারাজের ১০৯টি গেটের সব কটি খুলে দেওয়া হয়েছে। ভারত সরকারের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন