[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত মালয়েশিয়া: আনোয়ার ইব্রাহিম

প্রকাশঃ
অ+ অ-

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম | ফাইল ছবি: রয়টার্স

পদ্মা ট্রিবিউন ডেস্ক: ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে মালয়েশিয়া প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে এ কথা বলেছেন তিনি।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, ‘বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ায় অভিনন্দন জানাতে গতকাল আমার পুরোনো বন্ধু অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ফোন করেছিলাম।’

আনোয়ার ইব্রাহীম আরও বলেন, ‘অধ্যাপক ইউনূসের সঙ্গে মালয়েশিয়ার দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। বাংলাদেশে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারকে সাহায্য ও সমর্থন জানাতে মালয়েশিয়া প্রস্তুত বলে আমি তাঁকে আশ্বস্ত করেছি। সংখ্যালঘু সম্প্রদায়সহ বাংলাদেশিদের মানবাধিকার রক্ষায় অধ্যাপক ইউনূস কাজ করবেন বলে নিশ্চয়তা দেওয়ায় আমি অত্যন্ত সন্তুষ্ট।’

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘দুই দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে যত দ্রুত সম্ভব বাংলাদেশে সংক্ষিপ্ত সফর করতে অধ্যাপক ইউনূস আমাকে আমন্ত্রণ জানিয়েছেন।’

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। উদ্ভূত পরিস্থিতিতে শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন