[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

এবার অতিরিক্ত সচিব পদে ১৩১ কর্মকর্তাকে পদোন্নতি

প্রকাশঃ
অ+ অ-

জনপ্রশাসন মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক: যুগ্ম সচিব ও উপসচিবের পর এবার অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়া হলো। ১৩১ জন যুগ্ম সচিবকে পদোন্নতি দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এর আগে দুই দফায় যুগ্ম সচিব পদে ২২৩ জন এবং উপসচিব পদে ১১৭ জনকে পদোন্নতি দেয় অন্তর্বর্তী সরকার।

 

পদোন্নতি পাওয়া অতিরিক্ত সচিবেরা যে তারিখ থেকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতির যোগ্যতা অর্জন করেছেন এবং যে তারিখ থেকে এই কর্মকর্তাদের কনিষ্ঠ কর্মকর্তারা তাঁদের ছাড়িয়ে যান, সেই তারিখ থেকে তাঁদের পদোন্নতি কার্যকর হবে। তাঁরা বকেয়া আর্থিক সুবিধা পাবেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরে কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো রকম বিরূপ বা ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে তাঁর ক্ষেত্রে এই আদেশের প্রয়োজনীয় সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এর পর থেকে সচিবালয়ে পদ-পদোন্নতি থেকে ‘বঞ্চিত’ কর্মকর্তা-কর্মচারীদের তৎপরতা বেড়েছে। ‘বঞ্চিত’ কর্মকর্তাদের পদোন্নতির উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন