[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সাকিবকে নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

প্রকাশঃ
অ+ অ-

সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি ফারুক আহমেদ | ছবি: পদ্মা ট্রিবিউন

ক্রীড়া প্রতিবেদক: মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে আজ বোর্ড পরিচালকদের সঙ্গে অনানুষ্ঠানিক এক বৈঠকে বসেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। দুপুরে শুরু হয়ে সন্ধ্যায় শেষ হওয়া এ দীর্ঘ বৈঠকে অনেক কিছু নিয়েই আলোচনা হয়েছে।

তবে সবার আগ্রহ ছিল হত্যা মামলায় নাম আসা তারকা ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে। হত্যা মামলার আসামি সাকিবকে জাতীয় দল থেকে বাদ দিয়ে মামলার তদন্তের স্বার্থে তাঁকে দেশে ফিরিয়ে আনতে বিসিবি বরাবর আইনি নোটিশও পাঠানো হয়েছে আজ।

এ ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিসিবি সভাপতি বলেছেন, ‘আপনি জানেন একটা মামলা হয়েছে। লিগ্যাল নোটিশটা আমরা পাইনি এখনো, ওটার ব্যাপারে বলতে পারব না। মামলাটা এফআইআর হয়েছে, এফআইআরের পরে তদন্ত হবে। তারপর একটা দিকে যাবে মামলাটা। এই মুহূর্তে যেহেতু টেস্ট ম্যাচ চলছে, কালকে টেস্টের ফিফথ ডে। এই মুহূর্তে আমরা কোনো স্ট্যান্স নেওয়ার মতো চিন্তা করিনি। মনে করেছি আমরা কালকের ম্যাচ শেষ হলে বসে একটা সিদ্ধান্ত নেব।’

সিদ্ধান্তটা পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের আগেই নেওয়া হবে, এমন ইঙ্গিত দিয়েছেন ফারুক আহমেদ। তাঁর কথা, ‘এফআইআর যখন হয়, তাঁর বিরুদ্ধে কিন্তু চার্জ গঠন হয়নি। এর আগে সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন। কিছুদিন আগে বিশাল গণ্ডগোল হয়েছে, অনেক প্রাণ নষ্ট হয়েছে। সহমর্মিতা এখনো আছে আমাদের, আমরা কিন্তু ভুলে যাইনি। এই মুহূর্তে টেস্ট ম্যাচ চলছে। বিসিবির সঙ্গে সাকিবের সঙ্গে সম্পর্ক খেলোয়াড় এবং এমপ্লয়ি বলতে পারেন। কালকের দিনের পর দেখে সিদ্ধান্ত নিতে পারব।’ পরে এ কথাও বলেছেন, ‘সাকিবের এখন খেলতে বাধা নেই। ম্যাচের মাঝখানে উইথড্র করতে পারব না।’

ফারুক আহমেদ নতুন করে বিসিবি–প্রধানের দায়িত্ব নেওয়ার পর বোর্ডের স্ট্যান্ডিং কমিটিগুলোর মধ্যে কে কোন দায়িত্ব পাবেন, এ নিয়েও আলোচনা আছে। এর মধ্যে সাবেক বোর্ড পরিচালক জালাল ইউনুসের কমিটি ক্রিকেট পরিচালনা বিভাগের দায়িত্বে কে আসছেন, এ নিয়ে সবার মধ্যে কৌতূহল। ফারুক আহমেদ অবশ্য এখনই এ নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে চাচ্ছেন না। দায়িত্ব বণ্টন করে দেওয়ার আগে তিনি আরও সময় নিতে চাচ্ছেন। তবে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধানের পদ শূন্য থাকলেও কাজ যে থেমে নেই, তা নিশ্চিত করেছেন ফারুক আহমেদ। তিনি বলেছেন, ‘সব আছে। শুধু চেয়ারম্যান নেই। তবে কোনো কাজ বন্ধ নেই। বাকিটা (কে কোন কমিটি পাবেন) খুব দ্রুতই হবে।’

সভা শেষে বন্যাদুর্গতদের সাহায্যার্থে বিসিবির পক্ষ থেকে এক কোটি টাকা এবং তিন হাজার খাবারের প্যাকেট দেওয়ার সিদ্ধান্তের কথাও জানিয়েছেন ফারুক আহমেদ।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন