[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

হঠাৎ ঈশ্বরদী থানার ওসি বদলি

প্রকাশঃ
অ+ অ-

মো. রফিকুল ইসলাম | ছবি: সংগৃহীত

প্রতিনিধি ঈশ্বরদী: হঠাৎ করে পাবনার ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মো. রফিকুল ইসলামকে বরিশাল রেঞ্জে বদলি করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে তাঁকে বদলির এই আদেশ দেওয়া হয়। তাঁর বদলির আদেশে স্বাক্ষর করেন পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজি মো. কামরুল আহসান।

পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রশাসনিক কারণে তাঁকে বদলি করা হয়েছে। 

থানার একটি সূত্র পরিচয় গোপন রাখার শর্তে বলেন,  সম্প্রতি ঈশ্বরদীতে মাদকের রমরমা ব্যবসা, চুরি-ছিনতাই বৃদ্ধি ও টাকা নিয়ে মাদক ও নাশকতার মামলার আসামিদের ছাড়ার একাধিক অভিযোগসহ আইন-শৃংখলা পরিস্থিতির অবনতির কারণে তাঁর বিরুদ্ধে দায়িত্বহীনতার অভিযোগ ওঠে। 

প্রসঙ্গত: দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ওসিদের বদলি করতে প্রস্তাব তৈরি করেছিলো পুলিশ সদর দপ্তর। তখন ২০২৩ সালের ৭ ডিসেম্বর সাঁথিয়া থানার তৎকালীন ওসি মো. রফিকুল ইসলাম বদলি করা হয়েছিলো ঈশ্বরদীতে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন