[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

রাজশাহীতে পদ্মার পানি যতটুকু বেড়েছিল, কমেছেও ততটুকু

প্রকাশঃ
অ+ অ-

রাজশাহী নগরের ফুদকি পাড়া এলাকায় দুই শিশুসন্তানকে পদ্মার পানি দেখাচ্ছেন রাজশাহী আঞ্চলিক শিক্ষা কার্যালয়ের একজন কর্মকর্তা। আজ শনিবার দুপুর ১২টার দিকে | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি রাজশাহী: ভারতের পশ্চিমবঙ্গে ফারাক্কা ব্যারাজের গেট খুলে দেওয়ার পর রাজশাহীতে পদ্মা নদীর পানি যতটুকু বেড়েছিল আবার ততটুকু কমে গেছে। গতকাল শুক্রবার ও আজ শনিবার পানি ৫ সেন্টিমিটার কমেছে।

রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্যমতে, গত সোমবার সকাল ৬টায় পদ্মা নদীর রাজশাহী পয়েন্টে পানির উচ্চতা ছিল ১৬ দশমিক ২৯ মিটার। ওই দিন বেলা তিনটায় পানি এক সেন্টিমিটার বেড়ে ১৬ দশমিক ৩০ মিটারে দাঁড়ায়। এরপর গত বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহী পয়েন্টে পানির উচ্চতা একই ছিল। গত বৃহস্পতিবার সকাল ৬টায় পানি দুই সেন্টিমিটার বাড়ে। সকাল ৯টায় আরও এক সেন্টিমিটার বাড়ে। তখন পানির উচ্চতা দাঁড়ায় ১৬ দশমিক ৩৩ মিটার। ওই দিন সন্ধ্যায় ৬টায় পানি আরও একটি সেন্টিমিটার বেড়ে হয় ১৬ দশমিক ৩৪ মিটার। গতকাল সকাল ৬টায় তা দুই সেন্টিমিটার কমে যায়। সকাল ৯টায় আরও এক সেন্টিমিটার কমেছে। দুপুর ১২টায় উচ্চতা আরও ১ সেন্টিমিটার কমে পানির উচ্চতা ১৬ দশমিক ৩০ মিটারে দাঁড়ায়। আজ সকালে আরও এক সেন্টিমিটার কমে পানির উচ্চতা দাঁড়ায় ১৬ দশমিক ২৯ মিটারে। রাজশাহীতে পদ্মা নদীর পানির বিপৎসীমা ১৮ মিটারে।

ভারতের বিহারের গঙ্গা নদীতে পানির স্তর অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় অবস্থিত ফারাক্কা ব্যারাজের ১০৯টি গেটের সব কটি খুলে দেওয়া হয়েছে বলে ভারত সরকারের একটি সূত্র নিশ্চিত জানায়। নিয়ন্ত্রিতভাবে ১০৯টি গেট থেকে পানি ছাড়া হচ্ছে বলে জানিয়েছেন দেশটির বিশেষজ্ঞরা।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন