[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

টিভি, পত্রিকায় ‘খুনি’ হাসিনার ছবি প্রচার করলে তা জ্বালিয়ে দেওয়ার হুমকি রুহুল কুদ্দুসের

প্রকাশঃ
অ+ অ-

অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। দুপুরে আলাইপুরে নাটোর জেলা বিএনপির কার্যালয়ের সামনে | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি নাটোর: সরকারের নির্দেশে গত ১৫ বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি-বক্তব্য টেলিভিশনে দেখানো হতো না, পেপারে ছবি উঠত না। আওয়ামী লীগের তাঁবেদার হয়ে তারা এসব করত। তাই যেসব টিভি চ্যানেল ও পত্রিকা শত শত ছাত্র-জনতার ‘খুনি’ হাসিনার ছবি প্রচার করবে, সেসব টিভি-পত্রিকা আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে।

বৃহস্পতিবার দুপুরে নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে ছাত্র-জনতার অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা রুহুল কুদ্দুস তালুকদার দুলু এ মন্তব্য করেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে জেলা বিএনপি এই কর্মসূচির আয়োজন করেছিল।

রুহুল কুদ্দুস তালুকদার বলেন, একাত্তরে গণহত্যার অভিযোগ তুলে আওয়ামী লীগ জামায়াতে ইসলামীকে গায়ের জোরে নিষিদ্ধ করেছে। আদালতকে দিয়ে মিথ্যা সাজানো মামলায় তারেক রহমানকে সাজা দেওয়া হয়েছে।

রুহুল কুদ্দুস তালুকদার আরও বলেন, শেখ হাসিনা ভারতে বসে দেশবিরোধী ষড়যন্ত্র শুরু করেছেন। তিনি পাল্টা অভ্যুত্থনের জন্য ষড়যন্ত্র করে যাচ্ছেন। যদি তাই হয়, তবে ছাত্রসমাজ এ দেশের সাধারণ জনতাকে নিয়ে আবার প্রতিরোধ গড়ে তুলবে। কারণ, দেশের মানুষ আওয়ামী লীগের দুঃশাসন হাড়ে হাড়ে টের পেয়েছে। তারা আর আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে দেবে না।

কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী গোলাম মোর্শেদ, জেলা বিএনপির সদস্যসচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, যুগ্ম আহ্বায়ক কাজী শাহ আলম প্রমুখ।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন