[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

লালপুরে ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষকের মৃত্যু

প্রকাশঃ
অ+ অ-

এস এম শরিফুল ইসলাম | ছবি: সংগৃহীত

প্রতিনিধি লালপুর: নাটোরের লালপুরে ট্রেনে কাটা পড়ে এস এম শরিফুল ইসলাম (৪৫) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার উপজেলার গোপালপুর পৌরসভার নর্থ বেঙ্গল সুগার মিলের পাশে নারায়ণপুর রেলগেটে এ ঘটনা ঘটে।

নিহত স্কুলশিক্ষক উপজেলার বিরপাড়া গ্রামের মৃত সাদের আলী শেখের ছেলে। তিনি লালপুর থানা বালিকা উচ্চ বিদ্যালয়ের শরীর চর্চা (বিপিএড) শিক্ষক ছিলেন।

ঈশ্বরদী রেলওয়ে পুলিশ (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নিহতের খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

জানা যায়, বৃহস্পতিবার বেলা ২টার দিকে উপজেলার গোপালপুর পৌরসভার নর্থ বেঙ্গল সুগার মিলের পাশে নারায়ণপুর রেলগেট পার হওয়ার সময় সৈয়দপুরগামী এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে দুই পা কাটা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লালপুর থানা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম বলেন, ‘নিহত এস এম শরিফুল ইসলাম তাঁর বিদ্যালয়ের শরীর চর্চা (বিপিএড) শিক্ষক ছিলেন। এই মৃত্যুতে বিদ্যালয়ের সবাই মর্মাহত।’

আজিমনগর স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. আরিফুর রহমান বলেন, ‘ঈশ্বরদী থেকে সৈয়দপুরগামী স্পেশাল ট্রেনটি (বিভিন্ন ধরনের বগিসহ) বেলা ১.৫৭ মিনিটে আজিমনগর স্টেশন হতে আব্দুলপুর অভিমুখে ছেড়ে যায়। প্রায় এক ঘন্টা পর জেনেছি দুই স্টেশনের মাঝে নারায়ণপুর রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি মারা গেছেন।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন