[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ঈশ্বরদীতে মেম্বার আকরামের মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল

প্রকাশঃ
অ+ অ-

মেম্বার আকরামের মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিলে আগতদের একাংশ | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. আকরাম হোসেন মোল্লার মৃত্যুতে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে লক্ষীকুন্ডা ইউনিয়নের নিজের বাড়িতে এসব হয়। দোয়া ও মিলাদ পরিচালনা করেন মওলানা মজিবুল।

এতে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খাঁন, নারী ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি ও লক্ষীকুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিস-উর-রহমান শরীফ প্রমুখ।

এছাড়াও মাহফিলে মৃতের আত্মীয়-স্বজনসহ রাজনৈতিক বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত নেতারা মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

প্রসঙ্গত, মৃত্যুকালে আকরাম হোসেন মোল্লার বয়স হয়েছিল ৬০ বছর। ২৯ জুন দিবাগত রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন