লালপুরে অটোরিকশা-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মা-মেয়ের
![]() |
| সড়ক দুর্ঘটনা | প্রতীকী ছবি |
প্রতিনিধি লালপুর: নাটোরের লালপুরে মাইক্রোবাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার যাত্রী মা ও মেয়ের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার লালপুর-বাঘা আঞ্চলিক সড়কের রহিমপুর জামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন লালপুর উপজেলার দুড়দুরিয়া ইউনিয়নের উধনপাড়া এলাকার মাহাবুব আলমের স্ত্রী মোছা. রুবিনা খাতুন (৩০) ও মেয়ে রোকেয়া খাতুন (৩)। তাঁরা বাঘা থেকে অটোরিকশায় নিজ বাড়িতে ফিরছিলেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহমেদ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ দুপুরে রহিমপুর জামতলা এলাকায় রাজশাহীগামী রোগীবাহী একটি মাইক্রোবাসের সঙ্গে বাঘা থেকে ছেড়ে আসা লালপুরগামী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী মা ও মেয়ের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মাইক্রোবাসটি জব্দ করে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা হবে।

Comments
Comments