[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে দুইজনের মৃত্যু

প্রকাশঃ
অ+ অ-

বজ্রপাত | ফাইল ছবি

প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে বৃহস্পতিবার বিকেলে জমিতে কৃষিকাজ করার সময় বজ্রপাতে দুজন নিহত হয়েছেন।

 নিহত দুজন হলেন, নাচোল সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ঝলঝলিয়া গ্রামের ওসমান আলী (৩০) ও গোমস্তাপুর উপজেলার শ্যামপুর এলাকার জিনাতপুর গ্রামের মোহাম্মদ উজ্জ্বল (৬০)।

স্থানীয় লোকজনের বরাত দিয়ে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান জানান, উপজেলার নেজামপুর ইউনিয়নের কামার জগদইল দিঘিপাড়া গ্রামের পাশে কৃষিজমিতে ছয়জন কৃষক কাজ করছিলেন। বিকেল পাঁচটার দিকে বজ্রপাতে মৃত্যু হয় মোহাম্মদ উজ্জ্বলের। অন্যরা সুস্থ আছেন। অন্যদিকে ঝলঝলিয়া গ্রামের পাশে কৃষিজমিতে কাজ করার সময় বজ্রপাতে মারা যান ওসমান আলী। পুলিশ ঘটনাস্থলে গেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন