[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ঈশ্বরদীতে প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থার পক্ষ থেকে চেয়ারম্যানদের সংবর্ধনা

প্রকাশঃ
অ+ অ-

বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা পাওয়া চেয়ারম্যানদের সঙ্গে ছবি তোলেন সকলে  | ছবি: পদ্মা ট্রিবিউন  

প্রতিনিধি ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যানদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থা (বেসওয়া) উপজেলা শাখা এ আয়োজন করে।

উপজেলা পরিষদের চেয়্যারম্যান এমদাদুল হক রানা সরদার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

বক্তব্যে দেন এমদাদুল হক রানা সরদার | ছবি: পদ্মা ট্রিবিউন

এসময় তিনি বলেছেন, ‘দেশব্যাপী অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও চিকিৎসাসেবা নিশ্চিতকরণে সেনাবাহিনী আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। আমার দৃঢ় বিশ্বাস, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা সততা, নিষ্ঠা, দেশপ্রেম ও পেশাগত দক্ষতায় বলীয়ান হয়ে দেশের প্রতিরক্ষা ও দেশ গড়ার কাজে আরও বেশি অবদান রাখবেন।’

ক্যাপ্টেন গোলাম মজনুর (অবঃ) সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খাঁন, নারী ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী ও পাবনা জেলা পরিষদের সদস্য তৌফিকুজ্জামান রতন মহলদার।

কর্পোরাল বেসওয়া সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বাদশার (অবঃ) এবং ওয়ারেন্ট অফিসার ইমামুল হক (অবঃ) যৌথ ভাবে অনুষ্ঠান সঞ্চালনা করে।

পরে নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, নারী ভাইস চেয়ারম্যান ও পাবনা জেলা পরিষদের সদস্যকে সম্মাননার স্মারক হিসেবে ক্রেস্ট দেওয়া হয়।

নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, নারী ভাইস চেয়ারম্যান ও পাবনা জেলা পরিষদের সদস্যকে সম্মাননার স্মারক হিসেবে ক্রেস্ট দেওয়া হয় | ছবি: পদ্মা ট্রিবিউন
Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন