[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সাঁড়া ইউনিয়ন পরিষদ: চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১ প্রার্থী

প্রকাশঃ
অ+ অ-

মনোনয়ন পত্র জমা দিচ্ছেন সাঁড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান স্বজন সরদার | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদী সাঁড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপনির্বাচনে একজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আজ বুধবার দুপুরে রিটার্নিং কর্মকর্তা আশরাফুল হকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন সাঁড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান স্বজন সরদার।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সঙ্গে ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মাসুদ রানা, পাকশী ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন ও সাঁড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাজেদুল করিম সাধু প্রমুখ।   

বিষয়টি নিশ্চিত করে রিটার্নিং কর্মকর্তা আশরাফুল হক জানান, এই উপনির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ জুলাই এবং প্রতীক বরাদ্দের তারিখ ১১ জুলাই।

প্রসঙ্গত: চলতি বছরের ২১ এপ্রিল ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা করা হয়েছিল। আগের দিন তৎকালীন সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার ব্যক্তিগত কারণ দেখিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে পদত্যাগপত্র জমা দেন। পরে ষষ্ঠ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে অংশগ্রহণ করে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন এমদাদুল হক রানা সরদার । আগামী ২৭ জুলাই এই  ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন