[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বাংলাদেশি ওয়েবসাইট ও ওয়েব অ্যাপ বেশি আক্রান্ত হচ্ছে যেসব কারণে

প্রকাশঃ
অ+ অ-

হ্যাকিং এর প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক: হ্যাকাররা বাংলাদেশের বিভিন্ন ওয়েবসাইট ও অ্যাপে আক্রমণ করে তার নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে বলে সতর্ক করেছে সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের অধীন সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা প্রকল্প ‘বিজিডি ই-গভ সার্ট’। ওয়েবসাইট হালনাগাদ না করা, নিরাপত্তাঘাটতিসহ বিভিন্ন কারণে তারা এমনটা করতে পারছে বলেও জানানো হয়েছে।
‘বিজিডি ই-গভ সার্ট’ আজ বৃহস্পতিবার এ বিষয়ে একটি নিবন্ধ প্রকাশ করেছে।

সেখানে বলা হয়েছে, বাংলাদেশের ওয়েবসাইট লক্ষ্য করে যে ধরনের আক্রমণ হচ্ছে, তা ভার্চ্যুয়াল ভাঙচুরের মতো, যেখানে হ্যাকাররা ওয়েবসাইটের বিষয়বস্তু পরিবর্তন করে থাকে। পাশাপাশি ওয়েবসাইটটি যাদের, তাদের বিব্রত করতে বা হ্যাকারদের ব্যক্তিগত এজেন্ডা প্রচারও করা হয়। অর্থাৎ হ্যাকাররা বিভিন্ন ওয়েবসাইট ডাউন করে রাখে। সাইট হ্যাক করে তা বিকৃতও করে থাকে। সেখানে বিকৃত ছবি দেওয়ার পাশাপাশি বিষয়বস্তুও পরিবর্তন করে ফেলে।

এ ছাড়া অনেক সাইট দীর্ঘদিন হালনাগাদ না করায় সেখানে অনুপ্রবেশের সুযোগ পায় হ্যাকাররা। এতে সাইটের মধ্যে কোনো কোড বা ঝুঁকি তৈরি করে এমন কিছু প্রবেশ করিয়ে থাকে, যা সংবেদনশীল তথ্যসহ বিভিন্ন তথ্য ফাঁসের ঝুঁকি তৈরি করে। এ ছাড়া এগুলো ফিশিং অ্যাটাক, ম্যালওয়ার ছড়ানোসহ বড় ধরনের নিরাপত্তা হুমকিও তৈরি করে।

এ ধরনের ঝুঁকির মূল কারণ হিসেবে বিজিডি ই-গভ সার্ট বলছে, পুরোনো সফটওয়্যার ব্যবহার, দুর্বল কোয়ালিফিকেশন, নিম্ন কনফিগারেশন, নিরাপত্তা হালনাগাদ না করা এবং অনিরাপদ কোড ব্যবহার করায় এমনটা ঘটছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন