[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

এল কে আদভানির বাড়িতে গেলেন শেখ হাসিনা

প্রকাশঃ
অ+ অ-

দিল্লিতে বিজেপি নেতা লাল কৃষ্ণ আদভানির সঙ্গে তার বাড়ি গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা | ছবি: ফোকাস বাংলা

বাসস, নয়াদিল্লি: ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বর্ষীয়ান নেতা লাল কৃষ্ণ আদভানির সঙ্গে তার বাড়িতে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার ভারতের রাজধানী দিল্লিতে এই সাক্ষাৎ হয়। এসময় তারা সৌহার্দ্য বিনিময় ও স্মৃতি রোমন্থন করেন।

৯৬ বছর বয়সী এল কে আদভানি ১৯৮০-এর দশকে ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠার পর থেকে জেনারেল সেক্রেটারি ও পরে দলটির প্রেসিডেন্ট হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। ১৯৮৮ সালে তিনি বিজেপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হন। ২০০২ সাল থেকে ২০০৪ পর্যন্ত ভারতের উপপ্রধানমন্ত্রীর পদে ছিলেন তিনি।  

ভারতে বাংলাদেশের হাইকমিশনার মো. মুস্তাফিজুর রহমানের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানায়, আজকের বৈঠকে উভয় নেতা তাদের ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিজেপি নেতা লাল কৃষ্ণ আদভানি | ছবি: ফোকাস বাংলা
Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন