[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

রাজশাহীর শিক্ষার্থীদের স্কলারশিপ দিতে চায় ইন্দোনেশিয়া

প্রকাশঃ
অ+ অ-

ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে রাজশাহী সিটি মেয়রের বৈঠক | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি রাজশাহী: রাজশাহীতে কৃষি, শিক্ষা, সংস্কৃতি ও পর্যটন খাতে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে ইন্দোনেশিয়া। বুধবার বিকাল ৩টায় নগর ভবনের মেয়র দপ্তর কক্ষে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক শেষে এ আগ্রহ প্রকাশ করেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হেরু হারতান্তো সুবোলো। 

এ সময় ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের হাতে ‘ম্যাংগো ক্রেস্ট’ ও শুভেচ্ছা উপহার তুলে দেন তিনি। সিটি মেয়রকেও শুভেচ্ছা উপহার প্রদান করেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত।

বৈঠকে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হরু হারতান্তো সুবোলো বলেন, ইন্দোনেশিয়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রাজশাহীর শিক্ষার্থীদের এক বছর মেয়াদি স্কলারশিপ এবং আর্ট অ্যান্ড কালচারাল ক্ষেত্রে ৩ মাস মেয়াদি স্কলারশিপ প্রদানের মাধ্যমে উভয় দেশের জ্ঞান ও সংস্কৃতি বিনিময় করতে চাই। এ ছাড়া রাজশাহী যেহেতু কৃষিপ্রধান অঞ্চল, তাই এ অঞ্চলের উৎপাদিত পণ্য নিয়ে কাজ করতে আমরা আগ্রহী।

ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের হাতে ‘ম্যাংগো ক্রেস্ট’ তুলে দেন রাজশাহী সিটি মেয়র | ছবি: পদ্মা ট্রিবিউন

রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, এখানকার শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদানের বিষয়ে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত আগ্রহী। এটি চালু হলে জ্ঞান বিনিময়ে উভয় দেশ লাভবান হবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন