[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

রাজশাহীতে কারুশিল্প মেলা

প্রকাশঃ
অ+ অ-

ফিতা কেটে মেলার উদ্বোধন করেন এএইচএম খায়রুজ্জামান লিটন | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি রাজশাহী: রাজশাহীতে ১৫ দিনব্যাপী গ্রীষ্মকালীন কারুশিল্প উদ্যোক্তা মেলা-২০২৪ উদ্বোধন করা হয়েছে। আগামী ২৯ মে পর্যন্ত মেলা চলবে।

বৃহস্পতিবার দুপুরে নগর ভবন গ্রিন প্লাজায় মেলা উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।  ফেসবুক ভিত্তিক ‘আমরা উদ্যোক্তা’ এর আয়োজন করে। 

মেলার উদ্বোধনের পর বিভিন্ন স্টল ঘুরে দেখেন রাসিক মেয়র | ছবি: পদ্মা ট্রিবিউন

পরে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন রাসিক মেয়র। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলায় ৫০টি স্টলে কারু, হস্তশিল্প, কসমেটিকস, গার্মেন্ট, খাবার, খেলনাসহ বিভিন্ন ধরনের পণ্য প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে।

আমরা উদ্যোক্তার অ্যাডমিন মমতাজ আকতার স্বপ্নার সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। এছাড়া আমরা উদ্যোক্তার মডারেটর আজমীর আহমেদ মামুন, গোলাম রাসেল, ফাতেমা বেগমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন