আহমেদাবাদের হাসপাতালে গিয়েছিলেন শাহরুখ খান, কী হয়েছে নায়কের?
![]() |
| সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে কেকেআরের জয়ের পর মঙ্গলবার রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শাহরুখ খান | ছবি: এএফপি |
বিনোদন ডেস্ক: বুধবার বেলা একটায় তিনি আহমেদাবাদের কেডি হাসপাতালে গিয়েছিলেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে গুটরাটি সংবাদমাধ্যম দিব্য ভাস্কর। ভারতের আহমেদাবাদে চলমান তাপপ্রবাহের মধ্যে পানিশূন্যতায় আক্রান্ত হয়েছেন বলিউড তারকা শাহরুখ খান।
আহমেদাবাদের পত্রিকাটি জানিয়েছে যে প্রাথমিক চিকিৎসা শেষে শাহরুখ খানকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
![]() |
| গতকাল মঙ্গলবার রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শাহরুখ খান | ছবি: এএফপি |
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ দেখতে গত সোমবার আহমেদাবাদে পৌঁছেছেন শাহরুখ। গতকাল মঙ্গলবার শহরের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে কলকাতার নাইট রাইডার্সের ম্যাচটি গ্যালারিতে বসে উপভোগ করেন তিনি।
![]() |
| কেকেআরের জয়ের পর স্টেডিয়ামে ‘আইকনিক’ পোজে শাহরুখ খান, সঙ্গে সুহান খান ও আব্রাম | ছবি: এক্স থেকে |
কেকেআরের জয়ের পর গ্যালারি ছেড়ে মাঠে নেমে এসেছিলেন শাহরুখ। সঙ্গে কন্যা সুহানা ও পুত্র আব্রামকেও দেখা গেছে।
ম্যাচ শেষে রাতে কেকেআর দলের সঙ্গে আহমেদাবাদের আইটিসি নর্মদা হোটেলে ফেরেন তিনি। তবে তাপপ্রবাহের মধ্যে পরদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এই তারকা।
তাৎক্ষণিক তাঁকে হাসপাতালে নেওয়া হয়। তবে পরিস্থিতি গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা নিয়ে হোটেলে ফেরেন তিনি। শাহরুখ খানের শারীরিক অবস্থা এখন ভালো।
All King’s Men, We Rule! 👑💜pic.twitter.com/9VQPC6w85U
— KolkataKnightRiders (@KKRiders) May 21, 2024
গত দুই বছরে ‘পাঠান’, ‘জাওয়ান’ ও ‘ডানকি’র মতো একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন এই তারকা। সামনে তাঁকে ‘কিং’ নামে একটি সিনেমায় পাওয়া যাবে। তবে সব ছাপিয়ে আপাতত আইপিএলে নিজের দল কেকেআরের ওপর নজর রাখছেন তিনি।


.jpg)
Comments
Comments