[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

শিক্ষার্থীদের নৈতিক মানুষ হিসেবে গড়তে হবে: এমপি বাদশা

প্রকাশঃ
অ+ অ-

শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায় অতিথিরা | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি রাজশাহী: রাজশাহী–২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা বলেছেন, শিক্ষার্থীদের শুধু উচ্চশিক্ষা নয়, মানবিক মূল্যবোধসম্পন্ন নৈতিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নৈতিকতার পাঠ শেখাতে সজাগ দৃষ্টি রাখতে হবে শিক্ষকদের। নৈতিকতার চর্চা অব্যাহত রাখতে সমাজের প্রতিটি পর্যায়ের মানুষকে ভূমিকা রাখতে হবে।

সোমবার  সকালে রাজশাহীর নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মিলনায়তনে আয়োজিত নবীন বরণ ও মেধা পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এখান থেকে বের হয়ে শিক্ষার্থীরা মানবিক গুণাবলি নিয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবেন। 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউনিভার্সিটির ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক রাশেদা খালেক। 

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন, প্রতিষ্ঠাতা উপাচার্য ও বর্তমান উপদেষ্টা প্রফেসর আবদুল খালেক, উপাচার্য প্রফেসর বিধান চন্দ্র-দাস, ট্রেজারার মো. আনসার উদ্দিন।

এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন- কলা ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর মো. আব্দুর রউফ, আইকিউএসির পরিচালক প্রফেসর ড. পিএম সফিকুল ইসলাম, রেজিস্ট্রার রিয়াজ মোহাম্মদ। 

অনুষ্ঠানে ইউনিভার্সিটির অটাম ও স্প্রিং সেশনের নবাগত শিক্ষার্থীদের বরণ ও ১০ টি বিভাগের অর্ধশত শিক্ষার্থীকে নগদ অর্থ, বই এবং সনদপত্র দেওয়া  হয়।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন