[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

প্রকৃত আয় কমেছে, কম দামের পণ্য কিনছে মানুষ: সিপিবি

প্রকাশঃ
অ+ অ-

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেন। পুরানা পল্টন, ঢাকা। ২৪ মে, ২০২৪ | ছবি: পদ্মা ট্রিবিউন

নিজস্ব প্রতিবেদক: দেশ লুটপাটকারীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন। তিনি বলেন, সরকার মাথাপিছু আয় বৃদ্ধির গল্প শোনাচ্ছে। কিন্তু সাধারণ মানুষের প্রকৃত আয় কমে গেছে। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে জনজীবন অতিষ্ঠ। মেহনতি ও মধ্যবিত্তরা রাস্তায় দাঁড়িয়ে ট্রাকের কম দামের পণ্য কেনেন।

সিপিবির আহ্বানে দেশব্যাপী বিক্ষোভ সপ্তাহের প্রথম দিন আজ শুক্রবার বিকেলে রাজধানীর পুরানা পল্টন মোড়ে এক সমাবেশে রুহিন হোসেন এসব কথা বলেন। ভোটাধিকার প্রতিষ্ঠা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, পাচারের-খেলাপি ঋণের টাকা উদ্ধার, লুটপাট বন্ধ ও সাম্রাজ্যবাদ আধিপত্যবাদী শক্তিকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে সিপিবি এই কর্মসূচি পালন করছে।

দেশ থেকে অবাধে টাকা পাচার হয়ে যাচ্ছে অভিযোগ করে রুহিন হোসেন বলেন, দিন দিন ঋণখেলাপি বেড়েই চলেছে। এই অবস্থা থেকে দেশকে বাঁচাতে চলমান কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটাতে হবে। নির্বাচন নির্বাসনে চলে গেছে। লুটেরা–দুর্বৃত্তরা আজ রাজনীতির চালকের আসনে বসে আছে।

সিপিবির সভাপতিমণ্ডলীর সদস্য শাহীন রহমানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য পরেশ কর, সম্পাদক আনোয়ার হোসেন ও শ্রমিকনেতা আব্দুল কুদ্দুস। সমাবেশ সঞ্চালনা করেন দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী রুহুল আমিন।

সমাবেশ শেষে সিপিবির নেতা-কর্মীরা রাজধানীর পুরানা পল্টনে বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভ সপ্তাহের প্রথম দিনে রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে সভা-সমাবেশ করেছেন দলটির নেতা-কর্মীরা।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন