[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

দুই দিন কিছুই খাওয়া হয়নি, কিছু একটা করবে...

প্রকাশঃ
অ+ অ-

ট্রিজারে চঞ্চল চৌধুরী | ছবি: ফেসবুক

বিনোদন প্রতিবেদক: অবশেষে গতকাল সোমবার প্রকাশ পেল ‘পদাতিক’ সিনেমার ট্রিজার। সিনেমাটি উপমহাদেশের বিখ্যাত পরিচালক মৃণাল সেনের বায়োপিক। ১ মিনিটি ৩৭ সেকেন্ডের এই ট্রিজারে ভিন্নভাবে দেখা মিলল নামভূমিকায় অভিনয় করা চঞ্চল চৌধুরীর। সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

ট্রিজার দেখে ধারণা করা যায়, মৃণাল সেনের শৈশব থেকে সিনেমায় আসার গল্প, নির্মাণ ও তাঁর ব্যক্তিজীবনের গল্প ‘পদাতিক’–এ উঠে এসেছে। এই বায়োপিকে মৃণাল সেন কীভাবে সিনেমা নির্মাতা হন, সেই প্রসঙ্গ থেকে পরবর্তী সময়ে মানুষের জন্য কথা বলার মাধ্যম হিসেবে সিনেমাকে বেছে নেওয়া, তাদের সংগ্রাম, তাদের বেঁচে থাকা, না–থাকার গল্প সেলুলয়েডে তুলে ধরেন—সেই গল্পগুলো প্রশংসিত হয় বিশ্ব সিনেমা অঙ্গনে।

সিনেমার ট্রিজারে মৃণাল সেনের চিত্রনাট্য লেখা, শুটিং করা, সিনেমা নিয়ে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণসহ বেশ কিছু বিষয় উঠে এসেছে। অন্যদিকে শোনা যায় সংলাপ, ‘দুই দিন কিছুই খাওয়া হয়নি। কিছু একটা করবে।’ বোঝা যায়, মৃণালের ব্যক্তিজীবনটাও সমানভাবে গুরুত্ব পেয়েছে সিনেমায়। তরুণ থেকে বয়সী—সব চরিত্রেই মানানসই ছিলেন চঞ্চল।

অনেকটা গোপনেই গত বছর ১৫ জানুয়ারি শুরু হয় ‘পদাতিক’-এর শুটিং। কলকাতা, মুম্বাইসহ বেশ কিছু স্থানে শুটিং হয়। দেশের বাইরেও কিছু দৃশ্য ধারণ করতে হয়েছে। গত বছর মৃণাল সেনের জন্মশতবার্ষিকী ছিল। তাঁকে শ্রদ্ধা জানাতেই প্রয়াত পরিচালকের জীবন, কর্ম ও সময়ের গল্প নিয়ে সৃজিত মুখার্জি তৈরি করছেন ‘পদাতিক’। সিনেমায় চঞ্চল চৌধুরী ছাড়াও মনামী ঘোষ, জিতু কমল, করক সামান্তাসহ আরও অনেকে অভিনয় করেছেন। এটি পরিচালনা করেছেন সৃজিত মুখার্জি।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন