[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

‘পটু’ সিনেমা দেখলেন রাসিক মেয়র

প্রকাশঃ
অ+ অ-

‘পটু’ সিনেমাটি উপভোগও করেছেন মেয়র খায়রুজ্জামান লিটন  | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি রাজশাহী: রাজশাহীতে ভিন্ন ধারার সিনেমা ‘পটু’ প্রদর্শনী হয়েছে।

শুক্রবার রাতে নগরীর গ্র্যান্ড রিভারভিউ হোটেলের সিনেপ্লেক্সে পটু সিনেমা দেখেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটন।

এরআগে নির্মাতা ও শিল্পী-কলাকুশলীরা রাসিক মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় রাসিক মেয়র তাঁদের সাথে কুশল বিনিয়য় করেন। তখন সংগীত পরিচালক আহমেদ হুমায়ূন ও প্রধান চরিত্রে অভিনয় করা ইভান সাইরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রদর্শনীর শুরুতে নির্মাতা ও শিল্পী-কলাকুশলীরা মেয়র খায়রুজ্জামান লিটন ফুলেল শুভেচ্ছা জানান | ছবি: পদ্মা ট্রিবিউন

‘পটু’ মূলত ক্রাইম থ্রিলার জনরার একটি সিনেমা। এর অভিনয় শিল্পীরা নতুন। পদ্মাপাড় রাজশাহীর স্থানীয় শিল্পীদের নিয়ে নির্মাণ হয়েছে ছবিটি। রাজশাহীর ভীষণ দুর্গম এলাকা চরখানপুরে টানা ২২ দিন শুটিং হয়েছে ছবিটির। এ ছাড়া রাজশাহী শহর ও নওগাঁয় হয়েছে কিছু শুটিং। চর, চরের জীবন নিয়ে এগিয়েছে ‘পটু’র গল্প। ঢাকার চারজন অভিনয়শিল্পী আছেন এতে।

ছবিটির প্রধান চরিত্র ইভান সাইর সংবাদমাধ্যমকে বলেন, ‘দেশে প্রচুর সিনেমা হচ্ছে। এসবের মধ্যে “পটু” একদমই অন্য ধরনের একটি ছবি। এখানে অভিনয়শিল্পী, লোকেশন, নির্মাতা অনেক কিছুই নতুন। যাঁরা অন্য তারকার ভক্ত, তাঁদের কাছেও আমাদের আহ্বান, ছবিটা দেখবেন। যদি ছবিটার কোনো কিছু ভালো লাগে, একটু উৎসাহ দেবেন।’ একই মন্তব্য পরিচালকেরও।

‘পটু’র বিভিন্ন চরিত্রে আরও আছেন দিলরুবা দোয়েল, আফরা সাইয়ারা, শোয়েব মনির, গালিব সর্দার প্রমুখ।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন