[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

‘গেম অব থ্রোনস’ অভিনেতা গেলডার মারা গেছেন

প্রকাশঃ
অ+ অ-

গেম অব থ্রোনস সিরিজে কেভিন ল্যানিস্টার চরিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন ইয়ান গেলডার | ছবি: এইচবিও

বিনোদন ডেস্ক: ‘গেম অব থ্রোনস’ সিরিজে কেভিন ল্যানিস্টার চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া ব্রিটিশ অভিনেতা ইয়ান গেলডার মারা গেছেন। গেলডারের বয়স হয়েছিল ৭৪ বছর। খবর সিএনএনের

গত বছরের ডিসেম্বরে গেলডারের ক্যানসার ধরা পড়েছিল। এর পাঁচ মাস পর চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার তিনি মারা গেছেন বলে এক ইনস্টাগ্রাম পোস্টে জানান গেলডারের তিন দশকের দাম্পত্যসঙ্গী বেন ড্যানিয়েলস।

গেম অব থ্রোনস সিরিজে টাইউইন ল্যানিস্টারের ছোট ভাই ও তাঁর বিশ্বস্ত উপদেষ্টা কেভিন ল্যানিস্টার চরিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন ইয়ান গেলডার।

এর বাইরে ‘টর্চউড’, ‘হিজ ডার্ক ম্যাটেরিয়ালস’ ও ‘ডক্টরস হু’সহ বেশ কয়েকটি টিভি শোতে পাওয়া গেছে ইয়ান গেলডারকে।

টেলিভিশনের বাইরে মঞ্চনাটকে নিয়মিত অভিনয় করেছেন তিনি। ‘দ্য মার্চেন্ট অব ভেনিস’সহ বেশ কয়েকটি নাটকে কাজ করেছেন তিনি।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন