[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ইরানের নতুন প্রেসিডেন্টের সঙ্গে যে কথা হলো পুতিনের

প্রকাশঃ
অ+ অ-

ভ্লাদিমির পুতিন | ফাইল ছবি: এএফপি

পদ্মা ট্রিবিউন ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির আকস্মিক মৃত্যুর পর সেদেশের অন্তর্বর্তী প্রেসিডেন্ট হয়েছেন মোহাম্মদ মোখবার। মোখবার নির্বাচিত হওয়ার পর তার সঙ্গে ফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিন এ তথ্য নিশ্চিত করেছে। 

সোমবার এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, ফোনে কথা বলার সময় রাশিয়া ও ইরানের নেতা দুদেশের সম্পর্ক আরও এগিয়ে নেয়ার প্রত্যয় জানিয়েছেন।

রুশ বার্তা সংস্থা তাসের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভও এই সম্পর্ককে আরও গভীর করার অঙ্গীকার করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, রাশিয়া ইরানের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করবে এবং তেহরানের সঙ্গে আগের প্রস্তাবিত চুক্তিগুলো বাস্তবায়ন করবে। 

এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানে শোকবার্তা পাঠিয়েছেন। তিনি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আবদুল্লাহিয়ানসহ গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের হেলিকপ্টার দুর্ঘটনায় নিহতের খবরে দুঃখ ও শোক প্রকাশ করে বলেন, ইরানকে সহযোগিতা করার জন্য এই মুহূর্তে যা যা প্রয়োজন সব করতে প্রস্তুত রয়েছে রাশিয়া।

গতকাল রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয়। ওই হেলিকপ্টারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদোল্লাহিয়ানসহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন। রাতভর উদ্ধার অভিযান শেষে আজ রাইসির মৃত্যুর খবর নিশ্চিত করে ইরান।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন