[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে শ্রদ্ধা জানালেন বরেন্দ্র কলেজ অধ্যক্ষ

প্রকাশঃ
অ+ অ-

ফুল দিয়ে শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে শ্রদ্ধা জানাচ্ছেন অধ্যক্ষ রণজিৎ কুমার সাহা | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি রাজশাহী: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বন্ধু, মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধীতে শ্রদ্ধা নিবেদন করেছেন বরেন্দ্র কলেজের নতুন অধ্যক্ষ রণজিৎ কুমার সাহা।

বুধবার দুপুরে নগরীর কাদিরগঞ্জ এলাকায় গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন বরেন্দ্র কলেজের বিদ্যোৎসাহী সদস্য অধ্যক্ষ রাজ কুমার সরকার, সহকারী অধ্যাপক জান মোহাম্মদ, শিক্ষক প্রতিনিধি গোলাম মুর্ত্তজা, মামুন-উর রশীদ, জ্যেষ্ঠ প্রভাষক আনোয়ারুস সাদাত, আজমল হোসেন, ওয়ালি মো. ওলি, প্রভাষক মাহাবুব আলম , রহিদুল ইসলাম, শরীরচর্চা শিক্ষক মাহমুদ আলম , প্রদর্শক মাহমুদুর রহমান, খাদেমুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক রতন কুমার মন্ডল প্রমুখ।

প্রসঙ্গত: রণজিৎ কুমার সাহা সোমবার বরেন্দ্র কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। এর আগে তিনি দীর্ঘদিন খাদেমুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ছিলেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন