[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বিমানবাহিনীর নতুন প্রধান হাসান মাহমুদ খাঁন

প্রকাশঃ
অ+ অ-

এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খাঁন বিমানবাহিনীর নতুন প্রধান হতে যাচ্ছেন | ছবি: পদ্মা ট্রিবিউন

নিজস্ব প্রতিবেদক: এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খাঁনকে বিমানবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ১১ জুন এয়ার মার্শাল পদে পদোন্নতি পাবেন তিনি। এরপর তিন বছরের জন্য তিনি বিমানবাহিনীর প্রধানের দায়িত্ব পালন করবেন। তিনি বিমানবাহিনীর বর্তমান প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের স্থলাভিষিক্ত হবেন।

রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, হাসান মাহমুদ খাঁন ১৯৬৬ সালের ২০ জুন ঢাকার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৮৬ সালের ১৫ জুন বিমানবাহিনীর জিডি(পি) শাখায় কমিশন্ড লাভ করেন। তিনি একজন ফাইটার পাইলট এবং ‘এ’ ক্যাটাগরির কোয়ালিফাইড ফ্লাইং ইনস্ট্রাক্টর।

হাসান মাহমুদ খাঁন দেশে-বিদেশে পেশাগত বিভিন্ন কোর্সে অংশগ্রহণ করেন। তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ মিরপুর এবং ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি পাকিস্তান থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছেন।

কর্মজীবনে হাসান মাহমুদ খাঁন বিমানবাহিনীর বিভিন্ন কমান্ড, স্টাফ ও প্রশিক্ষকের দায়িত্ব পালন করেছেন। পেশাগত জীবনে কর্মদক্ষতা ও অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ‘বিমানবাহিনী পদক’, ‘গৌরবোজ্জ্বল উড্ডয়ন পদক’, ‘অসামান্য সেবা পদক’ এবং তিনবার বিমানবাহিনী প্রধানের প্রশংসাপত্র লাভ করেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন