[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ঈশ্বরদীতে টানা গরমের পর হঠাৎ কুয়াশা!

প্রকাশঃ
অ+ অ-

আকাশে হঠাৎ দেখা মিলল কুয়াশার। শুক্রবার ভোরে ঈশ্বরদী জংশন রেলওয়ে স্টেশনে | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদীর আকাশে দেখা দিয়েছে কুয়াশা। তীব্র গরমে হঠাৎ এ ধরনের কুয়াশার দেখা মেলায় কিছুটা আতঙ্কে আছে সাধারণ মানুষ। তবে কুয়াশা দেখে আতঙ্কের কিছু নেই বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা।

উপজেলাজুড়ে আজ শুক্রবার ভোর থেকে এ দৃশ্য দেখা যায়।

শুক্রবার সকাল ছয়টার দিকে হেডলাইট জ্বালিয়ে সড়কে চলছে যানবাহন। ঈশ্বরদী-রাজশাহী মহাসড়কের গোকুলনগর এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন

শহরের বাবাপাড়া এলাকার বাসিন্দা মঈনউদ্দীন বলেন, ‘ভোরে নামাজ পড়ে রাস্তায় একটু হাঁটছিলাম। কিন্তু আজ দেখি শিরশির কুয়াশা পড়ছে। কুয়াশাটা দেখে তো মনে হচ্ছে ঠান্ডার সময় যেভাবে কুয়াশা পড়ে তেমনি। দিনের বেলা গরম, আবার রাতে বেলার কুয়াশা, বিষয়টি নিয়ে আমি চিন্তায় পড়ে গেছি।'

আকস্মিকভাবে কুয়াশা দেখে আতঙ্কিত হয়ে পড়েছেন শহরের পাতিলাখালি এলাকার আব্দুর রশিদ। তিনি বলেন, ‘এই জীবনে আর কত কি দেখব। আগে শীতের সময় কুয়াশা দেখতে পেতাম, এখন তো গরমের সময়ও কুয়াশা দেখতে পাচ্ছি। পরিবেশের যে কি হচ্ছে তা নিজেও বুঝতে পারছি না।’

শিশিরে ভেজা ঘাস | ছবি: পদ্মা ট্রিবিউন

তবে গরমকালে কুয়াশার দেখা মেলায় জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণাগারের সহকারী পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন। তিনি বলেন, ভোরের দিকে সূর্যের আলো পড়ার সঙ্গে সঙ্গে বাতাসে থাকা ওই অতিরিক্ত জলীয় বাষ্প কুয়াশার মতো করে ভাসতে থাকে, যা দেখে নিচু মেঘের মতো মনে হয়েছে।

চারদিকে যেন ঘন ‘কুয়াশার’ ছড়াছড়ি, একটু দূরে কিছু দেখা যায় না | ছবি: পদ্মা ট্রিবিউন

গরমকালে এটি কিভাবে হতে পারে জানতে চাইলে এই আবহাওয়াবিদ বলেন, রাতের আকাশ মেঘমুক্ত থাকায় ভূপৃষ্ঠ খুব ঠান্ডা হয়। তাপ বিকিরণ করে ভোর থেকে সকাল ৮টার মধ্যে তাপমাত্রা দ্রুত কমে ২৫-২৬ ডিগ্রি সেলসিয়াসে চলে আসে। এই তাপমাত্রা কুয়াশাচ্ছন্ন আবহাওয়া তৈরি করে। এ ছাড়া যেখানে তাপমাত্রার ওঠানামা বেশি, সেখানেই কুয়াশা তৈরির সুযোগ বেশি থাকে।

তিনি আরও বলেন, এটা প্রকৃতির স্বাভাবিকতা। এতে ক্ষতির কোনো আশঙ্কা নেই। বরঞ্চ এতে আম, লিচুসহ অন্যান্য ফলন ভালো হবে। অন্যদিকে রোদে প্রখরতা আছে। তাই পরিবেশে এই উষ্ণতা দেখা যাচ্ছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন