[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

তারকাদের সঙ্গে ছবি তুলেই লাখ লাখ টাকা আয় করেন তিনি

প্রকাশঃ
অ+ অ-

ওরি | ইনস্টাগ্রাম থেকে

বিনোদন ডেস্ক: ওরহান অবত্রমানি ওরফে ওরি নামটা হয়তো আপনার খুব চেনা নয়। জাহ্নবী কাপুর, সুহানা খান থেকে সারা আলী খান, অনন্যা পান্ডে, এমনকি দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফের মতো তারকাদের পাশেও দেখা গেছে তাঁকে।

যদিও তিনি ছবিতে অভিনয় করেন না। শুধুই ছবি তোলেন। তাঁর সঙ্গে ছবি নেই, এমন তারকা খুঁজে পাওয়াই দুষ্কর! তারকাদের সঙ্গে ছবি তুলেই লাখ লাখ টাকা আয় করেন তিনি। কিন্তু কীভাবে? জেনে নেওয়া যাক বলিউড হাঙ্গামা অবলম্বনে।

বলিউড পাড়ার যেকোনো পার্টি হোক, কিংবা বিয়েবাড়ি অথবা জন্মদিন, ওরি ছাড়া যেন অনুষ্ঠান অসম্পূর্ণ। নেটপাড়ায় তিনি পরিচিত মুখ। তাঁর নিত্যনতুন দামি পোশাক কিংবা ফোনের কাভার বা চুলের ছাঁট নিয়েও নেটিজেনদের উৎসবের শেষ নেই। অনেকেরই কৌতূহল তাঁর আয়ের উৎস নিয়ে।

কীভাবে রোজগার করেন যে এমন বিলাসবহুল জীবন যাপন করতে পারেন তিনি? এবার নিজের ঢাক যেন নিজেই পেটালেন ওরি। সম্প্রতি একটি পডকাস্ট শোয়ে এসে তিনি জানান, ছবি তুলেই আয় করেন তিনি। করণ জোহরের সংস্থা তাঁর কাজ দেখাশোনা করে। তবে সিনেমা করতে রাজি নন তিনি। অত খাটাখাটনি করতে পারবেন না, সাফ কথা এই তারকার।

স্রেফ তারকাদের সঙ্গে সেলফি তুলে সামাজিক মাধ্যমে পোস্ট করেই নাকি লাখ লাখ টাকা উপার্জন করেন তিনি। 

ওরির কথায়, ‘বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে আমি ছবি তুলি, আর সেই ছবি পোস্ট করার জন্য আমি টাকা পাই। এক রাতেই ওই সব ছবি পোস্ট করে আমি ২০ থেকে ৩০ লাখ রুপি রোজগার করি। তা ছাড়া আমাকে বিয়েতেও অনেক মানুষ ডাকেন। তাঁদের বিয়েতে ছবি তোলার জন্য ১৫-২০ লাখ টাকা দেন।’

তিনি জানান, একটি ছবি তোলার জন্যই ২৫ লাখ রুপি (প্রায় ৩৫ লাখ টাকা) পারিশ্রমিক নেন তিনি।

সেই ছবি নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করলে নাকি বাড়ে টাকার অঙ্ক! পাশাপাশি, ওরি এ-ও জানান, শুধুই কাজ নয়, মানুষকে আনন্দ দিতেও চান তিনি।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন