[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কমবে অসংক্রামক রোগের প্রকোপ

প্রকাশঃ
অ+ অ-

বিশ্ব উচ্চ রক্ত চাপ দিবসের আলোচনা সভা | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি রাজশাহী: উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে করতে পারলে অসংক্রামক রোগের প্রকোপ কমবে বলে জানিয়েছে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবসের আলোচনা সভায় বক্তারা।

শুক্রবার সকালে রাজশাহী নগরের বাকীর মোড় এলাকায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভা ও ফ্রি চিকিৎসা ক্যাম্প থেকে এ কথা জানানো হয়।

সঠিকভাবে রক্তচাপ মাপুন, নিয়ন্ত্রণে রাখুন এবং দীর্ঘজীবী হোন—এই প্রতিপাদ্য নিয়ে এ আয়োজন করা হয়। এর আগে শহরের গুরুত্বপূর্ণ স্থানে গণসচেতনতামূলক প্রচারণা এবং লিফলেট বিতরণ করা হয়।

সভায় বলা হয়, বাংলাদেশে উচ্চ রক্তচাপ ও উচ্চ রক্তচাপজনিত বিভিন্ন অসংক্রামক রোগের প্রকোপ ক্রমবর্ধমান হারে বাড়ছে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সরকার এরই মধ্যে নানাবিধ পদক্ষেপ গ্রহণ করলেও দেশব্যাপী নিরবচ্ছিন্ন ওষুধ সরবরাহের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন, কেবল উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের মাধ্যমেই অসংক্রামক রোগজনিত অকালমৃত্যু অনেকটা কমিয়ে আনা সম্ভব।

রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সভাপতি মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন, সাধারণ সম্পাদক প্রফেসর হবিবুর রহমান, সহসভাপতি হাসেন আলী, সহসভাপতি ডা. রইছ উদ্দিন, প্রফেসর ডা. আবু বকর সিদ্দিক ও কোষাধ্যক্ষ এনামুল হক প্রমুখ।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন