[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

তাপে পুড়ছে খুলনা, রাজশাহী ও ঢাকা বিভাগ, তুলনামূলক স্বস্তিতে সিলেট

প্রকাশঃ
অ+ অ-

আবহাওয়া অধিদপ্তর | ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: খুলনা বিভাগের সব জেলাতেই তাপমাত্রা প্রায় ৪০–এর ওপরে। রাজশাহী ও ঢাকা বিভাগের অবস্থাও প্রায় কাছাকাছি। আগামী দুই দিনেও এ পরিস্থিতি থেকে উন্নতির কোনো পূর্বাভাস নেই। তবে তুলনামূলক স্বস্তিতে আছে সিলেট বিভাগ। এ ছাড়া ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, রংপুরে তাপপ্রবাহ অন্য বিভাগের চেয়ে কিছুটা হলেও সহনীয়। আজ মঙ্গলবার সকালে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস থেকে আবহাওয়ার এ পরিস্থিতি দেখা গেছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আজ সিলেট বিভাগের দু–এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যত্র কোথাও আংশিক মেঘলা বা শুষ্ক আবহাওয়া থাকবে। এ ছাড়া রাজশাহী, পাবনা, খুলনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ময়মনসিংহ, মৌলভীবাজার ও রাঙামাটি জেলাসহ ঢাকা, রংপুর ও বরিশাল বিভাগ এবং রাজশাহী ও খুলনা বিভাগের বাকি অংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে।

কাল বুধবার চট্টগ্রাম ও সিলেট বিভাগে কিছুটা বৃষ্টির সম্ভাবনার কথা বলেছে অধিদপ্তর। তবে চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। পরদিন বৃহস্পতিবার অবশ্য বৃষ্টির কোনো পূর্বাভাস এখন পর্যন্ত নেই। কিন্তু তাপপ্রবাহ যেটা চলছে, তা বিরাজমান থাকবে।

গতকাল সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ৬ ডিগ্রি ছিল খুলনা, যশোর ও চুয়াডাঙ্গা জেলায়। এ ছাড়া সর্বনিম্ন ২১ দশমিক ৪ ডিগ্রি ছিল তেঁতুলিয়া ও ডিমলায়।

এদিকে দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহের পরিপ্রেক্ষিতে আবহাওয়া অধিদপ্তরের জারি করা ‘হিট অ্যালার্ট’ বা তাপপ্রবাহের সতর্কবার্তার সময় আরও তিন দিন বাড়িয়েছে। গতকাল সকালে আবহাওয়া অধিদপ্তর আগামী ৭২ ঘণ্টার জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন