[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

প্রদর্শন উপযোগী নয় সিদ্ধান্ত দেওয়া ‘অমীমাংসিত’ দেখা যাবে মনে করছেন পরিচালক

প্রকাশঃ
অ+ অ-

রায়হান রাফী | ছবি: পদ্মা ট্রিবিউন

বিনোদন প্রতিবেদক: সেন্সর বোর্ডে আটকে থাকার পর গত সপ্তাহে সিদ্ধান্ত আসে, অমীমাংসিত ছবিটি প্রদর্শনের উপযোগী নয়। এতে করে রায়হান রাফী পরিচালিত ছবিটি প্রেক্ষাগৃহে প্রদর্শনে অনিশ্চয়তা দেখা দেয়। এদিকে সেন্সর বোর্ডের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। গতকাল শুক্রবার আইস্ক্রিন তাদের ফেসবুক পেজে জানিয়েছে, অমীমাংসিত ছবিটি কোনোভাবে অমীমাংসিত থাকবে না।

রায়হান রাফীর মুক্তিপ্রতীক্ষিত ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’ দর্শকদের সামনে প্রদর্শন উপযোগী নয় বলে ২৪ এপ্রিল চূড়ান্ত রায় দেয় বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। সেন্সর বোর্ডের উপপরিচালক মো. মঈনউদ্দীন স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, ছাড়পত্র না দেওয়ার পেছনে চারটি উল্লেখযোগ্য কারণের কথাও।

‘অমীমাংসিত’–এর পোস্টার থেকে

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে সিনেমাটি ছাড়পত্র না দেওয়ার পেছনে যে চারটি কারণের কথা উল্লেখ করা হয়েছে, তা হচ্ছে চলচ্চিত্রটিতে নৃশংস খুনের দৃশ্য রয়েছে, কাল্পনিক কাহিনি, চিত্রনাট্য ও সংলাপের বিষয়বস্তু বাস্তবতার সঙ্গে মিল রয়েছে, এ ধরনের কাহিনি বাস্তবে ঘটেছে এবং ঘটনা-সংশ্লিষ্ট মামলা উচ্চ আদালতে বিচারাধীন ও চলচ্চিত্রটির কাহিনি/ বিষয়বস্তু বিচারাধীন মামলার সঙ্গে মিল থাকায় ভুল বার্তা দিতে পারে এবং তদন্তের বিঘ্ন ঘটাতে পারে। এ ছাড়া সেন্সর বোর্ডের সদস্যরা আরও মতামত দেন, ‘দ্য কোড ফর সেন্সরশিপ অব ফিল্মস ইন বাংলাদেশ, ১৯৮৫ এর ১-এর I, V, VII দফায় বর্ণিত উপাদানগুলো চলচ্চিত্রটিতে বিদ্যমান থাকায় এটি জনসাধারণের মধ্যে প্রদর্শন উপযোগী নয়। তাই বাংলাদেশ সেন্সরশিপ আইনের বিধি ১৬(৫) মোতাবেক ওই চলচ্চিত্রের সেন্সর আবেদনপত্র নির্দেশক্রমে অগ্রাহ্য করা হলো।’

তবে এই সিদ্ধান্তপত্র প্রাপ্তির ৩০ (ত্রিশ) দিনের মধ্যে ছবিটি প্রদর্শনের বিষয়টি বিবেচনা করার জন্য সরকার বরাবর আপিল আবেদন করার সুযোগ রয়েছে প্রযোজক-পরিচালকদের। বিষয়টি আমলে নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান আইস্ক্রিন জানিয়েছে, তারা আপিল করবে। আইস্ক্রিন জানিয়েছে, সেন্সর বোর্ডের এমন সিদ্ধান্তে ‘অমীমাংসিত’ ছবিটি যাঁরা দেখার জন্য আগ্রহী ছিলেন, সেসব দর্শক হতাশ হয়েছেন।

‘অমীমাংসিত’ ছবির প্রযোজক শহীদুল আলম সাচ্চু মনে করছেন, যেসব কারণ দেখিয়ে ‘অমীমাংসিত’ ছবিটি প্রদর্শনের উপযোগী নয় বলে মত দিয়েছে সেন্সর বোর্ড, তা মোটেও বাস্তবসম্মত নয়। পরিচালক রায়হান রাফী বলেন, ‘আমরা একটি কাল্পনিক কাহিনি নিয়ে সিনেমাটি নির্মাণ করেছি। বাস্তবের সঙ্গে তার কিছুটা মিলে গেলেই তা দেখানো যাবে না, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। আমরা এর প্রতিবাদ জানাই।’

প্রযোজক শহীদুল আলম সাচ্চু বলেন, ‘বাংলাদেশের প্রচলিত আইন ও সংবিধানের প্রতি আমরা শ্রদ্ধাশীল। নিয়মানুযায়ী এক মাসের মধ্যে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে যাচ্ছি। অমীমাংসিত ছবিটি কোনোভাবেই অমীমাংসিত থাকবে না।’

প্রযোজনা প্রতিষ্ঠান আইস্ক্রিন কর্তৃপক্ষের আশাবাদ, খুব শিগগিরই দর্শকেরা ‘অমীমাংসিত’ ছবিটি দেখতে পারবেন।

ওটিটি কনটেন্টের ক্ষেত্রে এখনো সেন্সর কার্যকর হয়নি। তবু চিঠি দিয়ে নিজেদের আগ্রহে রায়হান রাফী নির্মিত ‘অমীমাংসিত’দেখতে চায় বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। বিষয়টি নিয়ে আইস্ক্রিনের প্রকল্প পরিচালক ও নায়ক রিয়াজ আক্ষেপ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘গত ঈদে ঘোষণা দিয়েও বহুল প্রতীক্ষিত সিনেমাটি মুক্তি দিতে পারিনি। এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। সেন্সর সার্টিফিকেট পাওয়া সাপেক্ষে অতি দ্রুত সিনেমাটি মুক্তি দেওয়ার ইচ্ছা রাখছি। কারণ, বাংলাদেশের প্রচলিত আইন ও সংবিধানের প্রতি আমরা শ্রদ্ধাশীল।’

ওয়েব ফিল্মটিতে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও তানজিকা আমিন

গত ১২ ফেব্রুয়ারি ছবিটির টিজার প্রকাশ করা হয়েছিল। সেটা দেখে অধিকাংশ দর্শক আঁচ করেছেন, এটি আলোচিত সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকাণ্ড ঘিরে নির্মিত। যেই ঘটনার রহস্য এক যুগ পেরিয়ে এখনো খোলাসা হয়নি। ছবিটির মুখ্য চরিত্রে আছেন ইমতিয়াজ বর্ষণ ও তানজিকা আমিন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন