তাপপ্রবাহের সতর্কবার্তা আরও তিন দিন বাড়ল
![]() |
| খরতাপে রোদ থেকে শিশুসন্তানকে বাঁচাতে নিজের ওড়না দিয়ে তাকে ঢেকে রেখেছেন মা। সোনাডাঙ্গা বৌবাজার, খুলনা শহর, ২৬ এপ্রিল | ছবি: পদ্মা ট্রিবিউন |
নিজস্ব প্রতিবেদক: তাপপ্রবাহের সতর্কবার্তা আরও তিন দিন বাড়িয়েছে আবহাওয়া অধিদপ্তর। সতর্কবার্তায় বলা হয়েছে, দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ আজ রোববার থেকে পরবর্তী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে।
আজ সকালে আবহাওয়াবিদ হাফিজুর রহমান এমন সতর্কতার কথা জানান। এবার ১ এপ্রিল থেকে তাপপ্রবাহ শুরু হয়েছে। আজ পর্যন্ত তা অব্যাহত রয়েছে।
আবহাওয়া বার্তায় বলা হয়েছে, আজ সকাল ৯টা থেকে আগামীকাল সোমবার সকাল ৯টা পর্যন্ত সময়ে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বজ্রসহ বৃষ্টিও হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
গতকাল শনিবার দেশে সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়, ৪২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, যা প্রচণ্ড তাপপ্রবাহ। আজও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে প্রচণ্ড তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলেও জানানো হয়েছে।
এ ছাড়া আজ রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে প্রচণ্ড তাপপ্রবাহ বয়ে যেতে পারে। ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে প্রচণ্ড তাপপ্রবাহ বলা হয়ে থাকে।
অন্যদিকে দিনাজপুর, রাঙামাটি, চাঁদপুর, ফেনী, বান্দরবান জেলাসহ রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং ঢাকা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে আজ। ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসকে মাঝারি তাপপ্রবাহ এবং ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসকে মৃদু তাপপ্রবাহ বলা হয়ে থাকে। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, ‘যেখানে বৃষ্টি হবে, সেখানে তাপপ্রবাহ প্রশমিত হবে। তা ছাড়া সিলেটে তাপপ্রবাহ নাই। চট্টগ্রামের সব জায়গায়ও তাপপ্রবাহ নাই। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সিলেট ও চট্টগ্রামের কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। ঢাকাসহ অন্য অঞ্চলে তাপপ্রবাহের সম্ভাবনা ক্ষীণ।’

Comments
Comments