[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সাড়ে ১০টার মধ্যে পশ্চিমাঞ্চলের বেশির ভাগ টিকিট শেষ, পূর্বাঞ্চলের কখন

প্রকাশঃ
অ+ অ-

ট্রেন | প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক: ঈদ উপলক্ষে বাড়ি ফেরার জন্য আজ রোববার থেকে ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। পশ্চিমাঞ্চলের ৩ এপ্রিলের টিকিটের বেশির ভাগই শেষ হয়েছে সকাল সাড়ে ১০টার মধ্যে। টিকিট বিক্রেতা সহজ কর্তৃপক্ষ বলেছে, প্রথম দিনে টিকিট কাটা নিয়ে অভিযোগ নেই।

গত বছর থেকে বাংলাদেশ রেলওয়ে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করছে। এই টিকিট বিক্রির ব্যবস্থাপনায় রেলওয়ের সহযোগী হিসেবে রয়েছে সহজ-সিনেসিস-ভিনসেন।

আজ রোববার প্রথম দিনে সকাল আটটা থেকে পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আর পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনের টিকিট অনলাইনে পাওয়া যাবে বেলা দুইটা থেকে। 

সহজ কর্তৃপক্ষ বলছে, ৩ এপ্রিলের জন্য টিকিট বরাদ্দ ছিল ৩১ হাজার ১৭৭টি। এর মধ্যে পশ্চিমাঞ্চলের জন্য টিকিট ছিল ১৫ হাজারের বেশি। যার মধ্যে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ১২ হাজারের বেশি টিকিট বিক্রি হয়ে গেছে। সহজ জানিয়েছে, প্রথম দিনে টিকিট বিক্রি নিয়ে তারা কোনো অভিযোগ পায়নি।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এবার লম্বা ছুটি রয়েছে। পবিত্র শবে কদর, ঈদ ও পয়লা বৈশাখ মিলিয়ে প্রায় ১০ দিনের ছুটি পড়তে পারে। সংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা, ৪ ও ৫ এপ্রিল টিকিটের চাহিদা সবচেয়ে বেশি থাকবে।

রেলওয়ে কর্তৃপক্ষ বলেছে, আগামীকাল ২৫ মার্চ দেওয়া হবে ৪ এপ্রিলের টিকিট, ২৬ মার্চ দেওয়া হবে ৫ এপ্রিলের টিকিট, ২৭ মার্চ দেওয়া হবে ৬ এপ্রিলের টিকিট, ২৮ মার্চ দেওয়া হবে ৭ এপ্রিলের টিকিট, ২৯ মার্চ দেওয়া হবে ৮ এপ্রিলের অগ্রিম টিকিট, ৩০ মার্চ দেওয়া হবে ৯ এপ্রিলের টিকিট।

প্রতিদিন আন্তনগর ট্রেনের ৩৩ হাজার ৫০০টি অগ্রিম টিকিট বিক্রি করা হবে। নন-এসি কামরায় মোট আসনের এক-চতুর্থাংশের সমান দাঁড়িয়ে যাওয়ার টিকিট বিক্রি করা হবে। ফিরতি ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে ৩ এপ্রিল থেকে। সেদিন ১৩ এপ্রিলের টিকিট পাওয়া যাবে। বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট বিক্রি করা হবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন