ঈশ্বরদীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
![]() |
| প্রেমিকের বাড়িতে গত দুই দিন ধরে বিয়ের দাবিতে অনশন করছেন এক তরুণী | ছবি: পদ্মা ট্রিবিউন |
প্রতিনিধি ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদী উপজেলায় প্রেমিকের বাড়িতে গত দুই দিন ধরে বিয়ের দাবিতে অনশন করছেন এক তরুণী (১৮)। বিয়ে না করলে বিষপানে আত্মহত্যা করার হুমকিও দিয়েছেন তিনি। ওই প্রেমিকের নাম সেলিম রেজা (২৯)। তিনি উপজেলা সদরের মশুরিয়াপাড়া এলাকার আব্দুল গফুরের ছেলে।
এ ঘটনায় ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী তরুণী। লিখিত অভিযোগে বলা হয়, এক বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তরুণীর সঙ্গে পরিচয় ও প্রেমের সম্পর্ক হয় সেলিম রেজার। এরপর তাঁকে বিয়ে করার প্রলোভন দেখিয়ে ঢাকায় বাসা ভাড়া নিয়ে তারা স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস করে।
পরবর্তীতে বিয়ের কথা বললে বিয়ে না করে সেখান থেকে পালিয়ে নিজ গ্রামে চলে যান সেলিম। সেখানে গিয়ে শুক্রবার বিয়ে করেন তিনি। এই ঘটনা জানতে পেরে ওই তরুণী শনিবার সেলিমের বাড়িতে যান। পরে তাঁদের সম্পর্কের কথা সেলিমের পরিবারকে জানালে তারা তরুণীকে জানিয়ে দেয়, সেলিম রেজা অন্য এক জায়গায় বিয়ে করে ফেলেছে।
ভুক্তভোগী তরুণী বলেন, ‘সেলিমের সঙ্গে আমার দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক। সে হঠাৎ করে অন্য কোথাও বিয়ে করবে এটা আমি কখনোই মেনে নেবো না। সে আমাকে বিয়ে করবে এটাই শেষ কথা। বিয়ে না করলে আত্মহত্যা করবো।’
ওই তরুণী আরও বলেন, সেলিম দীর্ঘ এক বছর যাবত আমার সঙ্গে একটি বাসা ভাড়া নিয়ে স্বামী-স্ত্রী পরিচয় থেকেছেন। খারাপ খারাপ ভিডিও করেছেন, যেগুলো দেখিয়ে আমাকে অনেক সময় ব্ল্যাকমেইলও করেছেন। দুই তিন লাখ টাকা আমার থেকে হাতিয়ে নিয়েছে। এখন আমি সর্বস্বান্ত। পরিবারের লোকজন আমাকে আর মেনে নেবে না। এখন আমার মরা ছাড়া আর কোনো উপায় নেই। এ ব্যাপারে আমি ঈশ্বরদী থানায় একটি লিখিত অভিযোগ করেছি।
এ বিষয়ে সেলিম রেজার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এছাড়া সেলিমের পরিবারের সঙ্গে কথা বলতে গেলে পরিবারের সদস্যরা ক্ষিপ্ত হন। তাদের দাবি, এই মেয়েকে তারা মেনে নেবে না।
এ বিষয়ে ঈশ্বরদী থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এই ঘটনার একটি লিখিত অভিযোগ
পেয়েছি। তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন