থিম্পুর সঙ্গে ঢাকার তিন সমঝোতা স্মারক সই, একটি নবায়ন
![]() |
| প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভুটানের রাজা জিগমে খেসার নামগুয়েল ওয়াংচুক–এর উপস্থিতিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক সই হয়। ঢাকা, ২৫ মার্চ | ছবি: পদ্মা ট্রিবিউন |
বাসস, ঢাকা: নতুন তিনটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও ভুটান। এ ছাড়া দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির জন্য একটি সমঝোতা স্মারক নবায়ন করেছে। আজ সোমবার এসব সমঝোতা স্মারক সই ও নবায়ন করা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামান এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমেদ বাংলাদেশের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।
নতুন সমঝোতা স্মারকগুলো হলো কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, ভুটানের রাজধানী থিম্পুতে একটি বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট স্থাপন এবং ভোক্তা অধিকার বিষয়ে প্রযুক্তিগত সহযোগিতা। আর সাংস্কৃতিক বিনিময়ের আরেকটি সমঝোতা স্মারক নবায়ন করা হয়েছে।
সফররত ভুটানের রাজা জিগমে খেসার নামগুয়েল ওয়াংচুক, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভুটানের রানি জেৎসুন পেমা ওয়াংচুক প্রধানমন্ত্রীর কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে ভুটানের রাজাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাজা জিগমে খেসার নামগুয়েল ওয়াংচুক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আগে শেখ হাসিনার সঙ্গে একটি প্রতিনিধি পর্যায়ের বৈঠকও করেন। তাঁদের মধ্যে একটি একান্ত বৈঠকও অনুষ্ঠিত হয়।
আজ ভুটানের রাজা জিগমে খেসার নামগুয়েল ওয়াংচুক চার দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসেছেন। আওয়ামী লীগ গত জানুয়ারিতে টানা চতুর্থ দফায় সরকার গঠনের পর এটি বাংলাদেশে কোনো দেশের শীর্ষ নেতার প্রথম সফর।
সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান ভুটানের রাজা। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

Comments
Comments