{getBlock} $results={3} $label={ছবি} $type={headermagazine}

স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা

প্রকাশঃ
অ+ অ-

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু | ছবি: এএনআই

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে ভারত সরকার ও দেশটির জনগণের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মঙ্গলবার এক বার্তায় এসব কথা জানায় ঢাকার ভারতের হাইকমিশন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে পাঠানো চিঠিতে ভারতের রাষ্ট্রপতি লিখেছেন, ‘ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।’

দ্রৌপদী মুর্মু বলেন, বিগত এক দশকে ভারত-বাংলাদেশ সম্পর্কের গুণগত পরিবর্তনের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। দুই দেশের নেতৃত্বের মাধ্যমে জনগণের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার জন্য প্রচেষ্টা চলবে।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন