[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

প্রধানমন্ত্রী পুনর্নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন চীনা প্রেসিডেন্টের

প্রকাশঃ
অ+ অ-

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিংফাইল | ছবি: বাসস ও রয়টার্স

বাসস, ঢাকা: বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা পুনর্নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।

অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি চিঠি দিয়েছেন চীনের প্রেসিডেন্ট।

চিঠিতে চীনা প্রেসিডেন্ট বলেছেন, তাঁর দেশের সরকার ও জনগণের পক্ষ থেকে, নিজের পক্ষ থেকে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছেন। শুভকামনা জানাচ্ছেন।

সি চিন পিং বলেন, চীন ও বাংলাদেশ দীর্ঘদিনের প্রতিষ্ঠিত বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে গত ৪৯ বছরে উভয় দেশ সব সময় একে অপরকে সম্মান করে এসেছে। একে অপরের সঙ্গে সমান আচরণ করে এসেছে। উভয় পক্ষ পারস্পরিক সুবিধা অর্জন ও সমানভাবে লাভবান হয়েছে।

চীনা প্রেসিডেন্ট বলেন, ‘আমরা একে অপরের মূল স্বার্থের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলোতে পরস্পরকে দৃঢ়ভাবে সমর্থন করি এবং যৌথভাবে উভয় দেশের উন্নয়ন ও পুনরুজ্জীবনের চেষ্টা করি, যা আমাদের দুই দেশের জনগণের জন্য স্পষ্ট সুবিধা নিয়ে আসে।’

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে গত বছরের আগস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করেন চীনা প্রেসিডেন্ট। সেখানে তাঁরা উভয়ে চীন-বাংলাদেশ সম্পর্কের উন্নয়নে গুরুত্বপূর্ণ ঐকমত্যে পৌঁছান।

সি চিন পিং আরও বলেন, ‘এটা প্রত্যাশিত যে আমরা উভয় দেশ যে গুরুত্বপূর্ণ ঐকমত্যে পৌঁছেছি, তা বাস্তবায়নের জন্য রাজনৈতিক পারস্পরিক আস্থা বাড়াতে, ঐতিহ্যবাহী বন্ধুত্বের সম্পর্ক আরও উন্নীত করতে, উন্নয়ন কৌশলগুলোকে আরও সমন্বিত করতে, উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা উন্নীত করার জন্য আমরা যৌথ প্রচেষ্টা চালাব। তাহলে চীন-বাংলাদেশ সহযোগিতার কৌশলগত অংশীদারত্ব একটি নতুন উচ্চতায় নিয়ে যাবে।’

শেখ হাসিনার সুস্বাস্থ্য, ফলপ্রসূ কর্মজীবন ও জীবনের প্রতিটি ক্ষেত্রে তাঁর সাফল্য কামনা করেন চীনা প্রেসিডেন্ট। তিনি এই বলে চিঠি শেষ করেন, ‘বাংলাদেশের সমৃদ্ধি ও এর জনগণ সুখী হোক।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন