ঢাকা-৫ আসনে এক কেন্দ্রে আধঘণ্টায় পৌনে দুই শতাংশ ভোট পড়েছে

রাজধানীর যাত্রাবাড়ীতে সিটি করপোরেশন আদর্শ উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রের বাইরে দায়িত্ব পালনরত নির্বাচনী কর্মকর্তারা। ধলপুর, যাত্রাবাড়ী, সকাল ৮টা ২৫ মিনিট | ছবি: পদ্মা ট্রিবিউন

নিজস্ব প্রতিবেদক: ভোট শুরুর পর ঢাকা-৫ আসনের একটি কেন্দ্রে আধঘণ্টায় পৌনে দুই শতাংশ ভোট পড়েছে। রাজধানীর যাত্রাবাড়ীতে সিটি করপোরেশন আদর্শ উচ্চ বিদ্যালয়ের ওই কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৫৪৮ জন।

আজ রোববার সকাল আটটায় ভোট শুরুর পর প্রথম আধঘণ্টায় এই কেন্দ্রে ভোট পড়েছে ৪৪টি।

এই শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে মোট চারটি ভোটকেন্দ্র রয়েছে। সকাল আটটা থেকে সাড়ে আটটা পর্যন্ত সরেজমিনে দেখা যায়, কোনো কেন্দ্রের সামনেই ভোটারদের দীর্ঘ লাইন নেই। যারাই  আসছেন নির্বিঘ্নে ভোট দিতে পারছেন।

এই আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে সিটি করপোরেশন আদর্শ উচ্চ বিদ্যালয়ের পুরুষ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মনজুরুল হক সকালে বলেন, কেবল নৌকা প্রতীক এবং একজন স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) এজেন্টরা প্রত্যেকটি কক্ষে এসেছেন।

সিটি করপোরেশন আদর্শ উচ্চ বিদ্যালয় পুরুষ কেন্দ্রে পাঁচটি কক্ষ রয়েছে। এর মধ্যে এক নম্বর কক্ষে ১০টি, দুই নম্বর কক্ষে ৮টি, তিন নম্বর কক্ষে ৯টি, চার নম্বর কক্ষে ১০টি এবং ৫ নম্বর কক্ষে ৭টি ভোট পড়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৪টি ওয়ার্ড নিয়ে এই আসন গঠিত। ওয়ার্ডগুলো হলো ৪৮, ৪৯, ৫০, ৬০, ৬১, ৬২, ৬৩, ৬৪, ৬৫, ৬৬, ৬৭, ৬৮, ৬৯ ও ৭০। এই আসনের ভোটার সংখ্যা ৪ লাখ ৯০ হাজার ৭৬৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫১ হাজার ৫১৭ জন আর নারী ভোটার ২ লাখ ৩৯ হাজার ২৪৪ জন। হিজড়া ভোটার ৩ জন। ভোট কেন্দ্র ১৮৭টি।

সায়েদাবাদ, যাত্রাবাড়ী, ধলপুর, গোলাপবাগ, নুরপুর, পাটেরবাগ, ইসলামবাগ, জনতাবাগ, স্মৃতিধারা, রায়েরবাগ, জনতাবাগ, দনিয়া, সরাই, রসুলপুর, কুতুবখালী, ছনটেক, শেখদী, গোবিন্দপুর, কাজলার পাড়, মাতুয়াইল, কোনাপাড়া, ডগাইর, মোমেনবাগ, রহমতপুর, মুসলিমনগর, মধুবাগ, খানবাড়ী, আদর্শবাগ, রায়েরবাগ, বামৈল, ডগাইর, সারুলিয়া- এসব এলাকা নিয়েই আসনটি গঠিত।

আসনটির বর্তমান সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম। তিনি এবার আওয়ামী লীগের মনোনয়ন পাননি, নির্বাচনে প্রার্থীও হননি।

এই আসনে আওয়ামী লীগের প্রার্থী হারুনর রশীদ মুন্না (নৌকা প্রতীক)। আওয়ামী লীগের স্বতন্ত্র দুই প্রার্থী মশিউর রহমান মোল্লা (ট্রাক প্রতীক) ও কামরুল হাসান (ঈগল প্রতীক)। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে ধারণা পাওয়া গেছে, এখানে দুই স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে আওয়ামী লীগের প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা হবে। এই কেন্দ্রের সামনে কেবলমাত্র নৌকা প্রতীক ট্রাক প্রতীক এবং ঈগল প্রতীকের প্রার্থীদের বুথ বসাতে দেখা গেছে।

এই তিনজনের মধ্যে নৌকার প্রার্থী হারুনর রশীদ (মুন্না) যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান মোল্লা ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তাঁর বাবা এই আসনের চারবারের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা। আরেক স্বতন্ত্র প্রার্থী কামরুল হাসান ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে ধারণা পাওয়া গেছে, এখানে দুই স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে আওয়ামী লীগের প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা হবে।

এই আসনের অন্য প্রার্থীরা হলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের আবু জাফর মো. হাবিব উল্লাহ (চেয়ার), বিএনএফের এস এম লিটন (টেলিভিশন), তৃণমূল বিএনপির আবু হানিফ (সোনালী আঁশ), ইসলামী ঐক্যজোটের আব্দুল কাইয়ূম (মিনার), এনপিপির আরিফুর রহমান (আম), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের নূরুল আমিন (ছড়ি), বাংলাদেশ সুপ্রিম পার্টির মোশারফ হোসেন মিয়া (একতারা), বাংলাদেশ কংগ্রেসের সাইফুল আলম (ডাব), বাংলাদেশ জাতীয় পার্টির সারোয়ার খান (কাঁঠাল), স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান (তরমুজ) এবং হাফিজুর রহমান (কবুতর)।