[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

চারঘাটে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুরের অভিযোগ

প্রকাশঃ
অ+ অ-

রাজশাহীর চারঘাটে নৌকার ৫ সমর্থকের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে | ছবি: সংগৃহীত

প্রতিনিধি রাজশাহী: রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সদস্য রাহেনুল হকের নির্বাচনী কার্যালয় ও প্রচার মাইক ভাঙচুরের অভিযোগ উঠেছে নৌকা প্রতীকের সমর্থকদের বিরুদ্ধে।

আজ বুধবার বেলা ১১টার দিকে চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে রাহেনুল হকের নির্বাচনী এজেন্ট ও বাঘার পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মেরাজুল ইসলাম একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে মেরাজুল পাঁচজনের নাম উল্লেখ করেছেন। তাঁর অভিযোগ, ওই ব্যক্তিরা স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয় ও প্রচার মাইক ভাঙচুর করেছেন। তবে অভিযুক্ত ব্যক্তিরা সেই অভিযোগ অস্বীকার করেছেন।

ইউএনও সাইদা খানম বলেন, এ ঘটনায় অভিযোগ দেওয়া হতে পারে। তিনি রাজশাহীতে আছেন। কার্যালয়ে গিয়ে বিষয়টি দেখতে হবে।

লিখিত অভিযোগে মেরাজুল উল্লেখ করেন, তিনি রাহেনুল হকের নির্বাচনী এজেন্ট। গতকাল মঙ্গলবার আনুমানিক বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে নৌকার প্রার্থী শাহরিয়ার আলমের সমর্থকেরা চারঘাটের শলুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বামনদিঘায় নির্বাচনী কার্যালয় ভাঙচুর করেছেন। পরে ৫ নম্বর ওয়ার্ডের মালেকার মোড়ে মসজিদ-সংলগ্ন রাস্তায় বিকেল সাড়ে পাঁচটার দিকে তাঁদের প্রচার মাইক ও মাইক বহনকারী গাড়ি ভাঙচুর করা হয়। গাড়িতে অবস্থানরত চালক ও প্রচারে নিয়োজিত ব্যক্তিকে লাথি মারা হয়। এতে তাঁদের প্রচার-প্রচারণায় বাধা সৃষ্টি হচ্ছে এবং কর্মী-সমর্থকেরা আতঙ্কিত হচ্ছেন।

হামলাকারী হিসেবে মেরাজুল পাঁচজনের নাম উল্লেখ করেন। তাঁরা হলেন শলুয়া ইউনিয়নের শুভ, মো. সোহাগ, মো. টিটুল, মো. বিপুল ও মো. সবুজ। তাঁদের মধ্যে আবদুল ওয়াদুদ ওরফে শুভ শলুয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।

ভাঙচুর করা প্রচারের মাইক | ছবি: সংগৃহীত

অভিযোগ অস্বীকার করে শুভ বলেন, গতকাল সন্ধ্যার দিকে নামাজের সময় মাইক বাজানো হচ্ছিল। তখন শুধু বলা হয়েছিল, নামাজ শেষে যেন মাইক বাজানো হয়। এ ছাড়া আর কিছুই হয়নি। সেখানে অনেক মানুষ ছিলেন। তাঁদের কোনো নির্বাচনী কার্যালয় বা প্রচার মাইক তাঁরা ভাঙচুর করেননি। এটা মিথ্যা ও বানোয়াট অভিযোগ।

আজ রাজশাহী সার্কিট হাউসে নির্বাচন কমিশনের সঙ্গে মতবিনিময় সভাতেও অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী রাহেনুল হক। সভা থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের বলেন, তাঁর সমর্থক এক চেয়ারম্যানকে প্রতিপক্ষ বলেছে, সুস্থ শরীরে ফেরত যেতে দেবে না। তাঁর প্রচার মাইক ভাঙচুর করা হয়েছে। নির্বাচনী কার্যালয়ে তালা দিয়ে আবার খুলেছে। ভয়ভীতি দেখাচ্ছে। ভোটকেন্দ্রে না আসার জন্য হুমকি দেওয়া হচ্ছে। তাঁর বাড়িতে বোমা ফেলা হয়েছে। এভাবে তো নির্বাচনে আনন্দঘন পরিবেশ থাকবে না। এই বিষয়গুলো তিনি নির্বাচন কমিশনকে বলেছেন। নির্বাচন কমিশন বিষয়গুলো দেখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে শক্তভাবে নির্দেশ দিয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন