[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সশস্ত্র বাহিনী দিবসে ঢাকা সেনানিবাসে সীমিত থাকবে যান চলাচল

প্রকাশঃ
অ+ অ-
আইএসপিআর লোগো

নিজস্ব প্রতিবেদক: সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে যান চলাচল সীমিত রাখা হবে। বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ২১ নভেম্বর (মঙ্গলবার) ঢাকা সেনানিবাসে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। ওই দিন ঢাকা সেনানিবাসের রাস্তাগুলো (শহীদ জাহাঙ্গীর গেট থেকে স্টাফ রোড পর্যন্ত প্রধান সড়ক) যানজটমুক্ত রাখার লক্ষ্যে সেনানিবাসে অবস্থানকারী ব্যক্তি ও আমন্ত্রিত অতিথিদের বহনকারী গাড়ি ছাড়া সব ধরনের যানবাহনকে সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত এবং দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সেনানিবাস এলাকা দিয়ে চলাচল পরিহারের অনুরোধ করা হচ্ছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন