[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

মুখ খুললেন তিশা, যাঁরা তাঁর ক্ষতি করেছেন, তাঁদের নাম প্রকাশ করবেন

প্রকাশঃ
অ+ অ-

তানজিন তিশা | ইনস্টাগ্রাম থেকে

বিনোদন প্রতিবেদক: বৃহস্পতিবার সকাল থেকেই ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার অসুস্থতার খবর চাউর হয়। তবে তাঁর পারিবারিক সূত্র থেকে খবরটি নিশ্চিত হওয়া যাচ্ছিল না। পরে তাঁর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির খবর নিশ্চিত করেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম। দুপুরে জানা যায়, অনেকটা সুস্থ হয়ে উঠেছেন অভিনেত্রী। বাসায়ও ফিরেছেন। এরপর বিকেল ৫টা ৩০ মিনিটের দিকে নিজের ফেসবুকে তাঁর অসুস্থতা নিয়ে একটি পোস্ট করেন তিশা।

দীর্ঘ পোস্টের শুরুতেই তানজিন তিশা লিখেছেন তাঁর অসুস্থতা নিয়ে। তিশা লিখেছেন, ‘আজকে কিছু ভুল নিউজ দেখতে পেলাম এবং সে বিষয়টি আমি সবাইকে পরিষ্কার করতে চাই। আসল বিষয়টি হলো, গত রাতে আমার ফুড পয়জনিংয়ের পরে আমার খারাপ অবস্থা ছিল, তাই আমি একটা স্লিপিং পিল খাই; পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে বমি হয় এবং হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিই। আমি এখন সম্পূর্ণ সুস্থ।’

এদিকে তিশার অসুস্থতা নিয়ে নানা ধরনের গুজব তৈরি হয়। এমনও শোনা যায়, তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন। সরাসরি ‘আত্মহত্যা’ শব্দটি ব্যবহার না করলেও নিজের পোস্টে বিষয়টি নিয়েও লিখেছেন তিশা। 

তিনি বলেন, ‘আমার বাবা দুই বছর আগে মারা যায়। বিষয়টি আমাকে এতটাই শক্ত করে যে এই ধরনের পদক্ষেপ আমি কোনো মানুষ অথবা যেকোনো মানুষের জন্য জীবনে নেব না।’

পোস্টের শেষের দিকে তানজিন তিশা ইঙ্গিত দিয়েছেন, কেউ কেউ তাঁর ক্ষতি করতে চাইছেন। শিগগিরই এ বিষয়ে তিনি বিস্তারিত জানাবেন বলেও উল্লেখ করেন।

তিশা লিখেছেন, ‘ব্যক্তিগত জীবন নিয়ে আপনারা যদি কথা বলেন, তাতে আমার বিন্দুমাত্র আপত্তি নেই। কিন্তু আমি একটি বিষয় বলতে চাই, ব্যক্তিগত জীবন নিয়ে আমারও হয়তো কখনো কিছু বলার থাকতে পারে। যদি থাকে এবং যারা আমার ক্ষতি করার চেষ্টা করছে, মিডিয়ার কিছু মানুষ, তাদের প্রত্যেকের নাম উল্লেখ করে, বিশেষ করে (আমার সহকর্মী, পরিচালক, ব্যক্তিগত জীবনের মানুষ) যারা যারা আমার ক্ষতি করেছেন অথবা করার চেষ্টা করছেন, তাঁদের প্রত্যেকটা মানুষের নাম মেনশন করে অতি শিগগিরই আমার শুভাকাঙ্ক্ষীদের জন্য সাংবাদিক ভাইবোনদের সঙ্গে বসে প্রেস কনফারেন্স করব।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন