[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

জয়পুরহাটে চলন্ত ট্রেনে ছোড়া পাথরে যাত্রী আহত

প্রকাশঃ
অ+ অ-

ট্রেন | প্রতীকী ছবি

প্রতিনিধি জয়পুরহাট: নীলফামারীর চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তনগর তিতুমীর এক্সপ্রেস নামের চলন্ত ট্রেনে ছুড়ে মারা পাথরে এক যাত্রী আহত হয়েছেন।  শনিবার সন্ধ্যা ছয়টার দিকে জয়পুরহাটের পাঁচবিবি রেলস্টেশনে পৌঁছার আগে নওদা-নিকড়গাছি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত যাত্রীর নাম দিলীপ কুমার মণ্ডল (৫৬)। তিনি পাঁচবিবি উপজেলার খাস বাগুরি গ্রামের ধীরেন্দ্রনাথ মণ্ডলের ছেলে।

পাঁচবিবি রেলস্টেশন ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি দিনাজপুরের বিরামপুর থেকে পাঁচবিবি রেলস্টেশনের উদ্দেশে ছেড়ে আসে। পাঁচবিবি রেলস্টেশনে ঢোকার আগে নওদা-নিকড়গাছির মাঝামাঝি এলাকায় পৌঁছালে ট্রেনটি লক্ষ্য করে কিছু পাথর ছোড়ে দুর্বৃত্তরা। এতে ট্রেনের যাত্রী দিলীপ কুমার মণ্ডল আহত হন। পরে তিনি পাঁচবিবি রেলস্টেশনে নেমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নেন।

সান্তাহার রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুক্তার হোসেন বলেন, দুর্বৃত্তদের ছোড়া পাথরে ট্রেনের এক যাত্রী আহত হয়েছেন। স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়ে ওই যাত্রী বাড়ি চলে গেছেন। ফাঁকা জায়গাগুলোয় দুর্বৃত্তরা এমন ঘটনা ঘটাচ্ছে। নিয়মিত এলাকা দেখাশোনা করেও তাদের আটক করা যাচ্ছে না। হঠাৎ ট্রেনে পাথর ছুড়ে দুর্বৃত্তরা পালিয়ে যাচ্ছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন